নারায়ণগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামির হয়ে অন্য এক যুবকের সাজা ভোগের ঘটনায় প্রক্সিদাতা ও প্রকৃত দণ্ডিতের বিরুদ্ধে আদালতের নির্দেশে জালিয়াতির মামলা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের নির্দেশে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জহিরুল ইসলাম। আসামির আইনজীবী রোকেয়া সুলতানা ঘটনার জন্য আদালতে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে তার অপরাধ মার্জনা করা হয়। জহিরুল নিজেই এ তথ্য জানিয়েছেন।
মাদক মামলায় দণ্ডিত প্রকৃত আসামির নাম জাকির হোসেন সোহেল গাজী। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা। আর তার পক্ষে কারাবরণকারী মো. জুয়েল বন্দরের কদমরসুল এলাকায় থাকেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আদালত প্রক্সি দেওয়া জুয়েলকে মাদক মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। আর মূল আসামিকে মাদক মামলায় সাজা ভোগের জন্য কারাগারে পাঠিয়েছেন।