শিরোনাম
সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

এলপিজি ১২ কেজির দাম ৩৫ টাকা কমল

নিজস্ব প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম সমন্বয় করা হয়েছে প্রায় তিন টাকা। গতকাল বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল নতুন দাম ঘোষণা করেন, যা গতকাল সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে ১৬ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের এলপিজি গ্যাসের দাম করা হয়েছিল ১ হাজার ২৩৫ টাকা। প্রতি কেজি এলপিজির দাম ছিল ১০২ টাকা ৮৮ পয়সা। অক্টোবর থেকে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ১ পয়সা। অন্য সিলিন্ডারগুলোর দাম এই অনুযায়ী নির্ধারিত হবে। সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমিয়ে লিটারপ্রতি ৫৫ টাকা ৯২ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। ২০২১ সালের এপ্রিল মাসে দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হয়। বেশ কয়েক মাস ধরে ভোক্তারা নির্ধারিত দামে এলপিজি কিনতে পারছেন না বলে এক সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের চেয়ারম্যান বলেন, দাম কার্যকর করার ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করছি। আগেও আমরা ভোক্তা অধিকারকে দাম কার্যকর করার অনুরোধ করেছি। কেউ বেশি দামে সিলিন্ডার কেনার রসিদসহ আমাদের কাছে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর