সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
বৈশ্বিক প্রতিবেদন

উচ্চ তাপমাত্রায় ঢাকায় ক্ষতি ৬০০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ৬০ থেকে ৮০ শতাংশ এলাকা এরই মধ্যে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার মধ্যে পড়ে গেছে, যা ঢাকা শহরের আবহাওয়াকে বিপজ্জনক করে তুলেছে। এতে রাজধানীতে প্রতি বছর প্রায় ৬০০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা রাজধানী ঢাকার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮ শতাংশ। ব্যবস্থা না নিলে ২০৫০ সাল নাগাদ এটি ১০ শতাংশে উন্নীত হতে পারে। ক্ষতির পরিমাণ ছাড়াবে ১ হাজার ২০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রিজিলিয়ান্স সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘হট সিটিজ চিল্ড ইকোনমিক্স : ইমপ্যাক্টস অব এক্সট্রিম হিট অন গ্লোবাল সিটিজ’ শিরোনামে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটিতে ঢাকাসহ বিশ্বের ১২টি শহরে চরম তাপের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা হয়েছে।

সর্বশেষ খবর