মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিআরটি প্রকল্পে সরকারের কোনো মাথাব্যথা নেই

নাজমুল হুদা

বিআরটি প্রকল্পে সরকারের কোনো মাথাব্যথা নেই

সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, সড়কের দায়িত্ব যোগাযোগ মন্ত্রণালয়ের। এ মন্ত্রণালয়ের অনেক প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বিআরটি প্রকল্প। মন্ত্রণালয় এখন কোনটাকে প্রাধান্য দিচ্ছে তারাই বলতে পারবে। হয়তো বা মেট্রোরেলকে প্রাধান্য দিচ্ছে আর বিআরটিকে কম গুরুত্ব দিচ্ছে। এমনও হতে পারে এ প্রকল্প নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে অনেক দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে ট্রাফিক ভোগান্তিও বেড়েছে। আর প্রকল্পের ব্যয় তো বাড়ছেই। তবে সরকারের উচিত প্রকল্পটিকে প্রাধান্য দিয়ে কাজটি দ্রুত শেষ করা। সাবেক এই মন্ত্রী বলেন, সরকার যেহেতু জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে বলে দাবি করে, তাহলে জনগণের দুর্ভোগ লাঘবের স্বার্থে এ প্রকল্পটিকে অগ্রাধিকার ভিত্তিতে শেষ করা উচিত।

সর্বশেষ খবর