বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি

-শফিকুল ইসলাম মধু

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি

‘আগামী নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টিকে সুসংগঠিত করা হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি যে যখন ক্ষমতায় থাকে তারাই জাতীয় পার্টিকে ভাগ করতে চায়। খুলনায় জাতীয় পার্টির অবস্থান নিয়ে এসব কথা বলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু।

বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, আগামী নির্বাচন সামনে রেখে দল সুসংগঠিত করতে খুলনায় আটটি উপজেলা ও দুটি পৌরসভায় কমিটি করা হয়েছে। মহানগরে নতুন আহ্বায়ক কমিটি হয়েছে। দুই-এক মাসের মধ্যে খুলনায় জাতীয় পার্টির শক্তিশালী অবস্থান তৈরি হবে। তিনি বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল জাতীয় পার্টিকে ভাগ করেছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জাতীয় পার্টিকে ভাঙতে চেষ্টা করছে। ১৯৯৬ সালে নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। জাতীয় পার্টি ওই সময় বিএনপিকে সমর্থন দিলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না।’ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জেলা জাপা সভাপতি বলেন, ‘আমরা আগামী নির্বাচন সামনে রেখে দল গোছানো শুরু করেছি। আন্দোলনেরও প্রস্তুতি আছে। তিনি বলেন, যখনই যারা ক্ষমতায় আসে তারা আর ক্ষমতা ছাড়তে চায় না। মধু বলেন, আর মাত্র ১২ মাস জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে। এর মধ্যে গাইবান্ধা নির্বাচনের যে অবস্থা তৈরি হয়েছে, সেখানে অনিয়ম, ক্ষমতার প্রভাব বিস্তার কল্পনারও বাইরে। একটা আসনে নির্বাচনে যদি এই অবস্থা হয় তাহলে ৩০০ আসনে নির্বাচন কীভাবে সামলাবে? তিনি বলেন, দল আরও শক্তিশালী করতে তরুণ প্রজন্ম ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে।

সর্বশেষ খবর