শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মহিলা আওয়ামী লীগে আসছে নতুন মুখ

ষষ্ঠ জাতীয় সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক

মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন আজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের শীর্ষ পদে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে ভিতরে-বাইরে। শীর্ষ পদে আসতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা গত ১৫ দিন নিজেদের অবস্থান জানান দিয়েছেন। ধারণা করা হচ্ছে এবারের শীর্ষ পদে নতুন মুখ আসতে পারে। সর্বশেষ ২০১৭ সালের ৪ মার্চ সম্মেলনের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম। কমিটির মেয়াদ ২০২০ সালে শেষ হলেও করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন হয়নি। এখন এ সম্মেলনের মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন তাদের নির্বাচনকালীন পরিস্থিতি সামলাতে হবে। কারণ, ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, সহসভাপতি আসমা জেরিন ঝুমু, শিরীন নাঈম পুনম ও আজিজা খানম কেয়া পদ প্রত্যাশা করছেন বলে জানা গেছে।

সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, শিরিন রুকসানা, মীনা মালেক, সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, নাসরীন সুলতানা, ঝর্ণা বাড়ৈ, ইসমত আরা হ্যাপী, দফতর সম্পাদক রোজিনা নাসরিন রোজী আসতে চাইছেন। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, এবার মহিলা আওয়ামী লীগের পদে নতুন মুখ আসতে পারে। নির্বাচনকালীন পরিস্থিতি সামলানো, সাংগঠনিক দক্ষতা, সারা দেশে নারীদের মধ্যে পরিচিত ও যোগ্যকেই শীর্ষ পদ দেওয়া হবে।

সর্বশেষ খবর