মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভোগান্তির পর শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম বেতন ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। গতকাল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুুন্নুজান সুফিয়ানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন তারা। এদিকে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ১ হাজার টন ধারণ ক্ষমতার কম নৌযানে কর্মরতদের ১ হাজার ২০০ টাকা এবং এর বেশি ধারণ ক্ষমতার নৌযানে দৈনিক মজুরি ১ হাজার টাকা করার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এর আগে গত ২৬ নভেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে বরিশাল নদীবন্দর এলাকায় সব ধরনের নৌযান নোঙর করে রেখেছিলেন নৌযান শ্রমিকরা। পরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরসহ সব নৌপথেই ধর্মঘট শুরু হয়। শ্রমিকদের দাবি ছিল নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদানসহ ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, খাদ্য ভাতা ও সমুদ্র ভাতার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ ও চট্টগ্রাম থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের চলমান কার্যক্রম বন্ধ করা। এ ছাড়াও শ্রমিকদের অন্য দাবিগুলো হলো- বালুবাহী বাল্কহেড ও ড্রেজারের রাতে চলাচলের ওপর ঢালাও নিষেধাজ্ঞা শিথিল, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদানসহ সীমান্তে সব ধরনের হয়রানি বন্ধ, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন নীতিমালা শতভাগ কার্যকর করে সব লাইটারিং জাহাজকে সিরিয়াল মোতাবেক চলাচলে বাধ্য করা, চরপাড়া ঘাটে ইজারা বাতিল ও নৌ-পরিবহন অধিদফতরের সব ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করা।

সর্বশেষ খবর