মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ নিয়ে ডব্লিউএইচও

সোয়া কোটি মানুষের বাস্তুচ্যুতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

সোয়া কোটি মানুষের বাস্তুচ্যুতির শঙ্কা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে চলতি বছর ৭১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এভাবে চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ দেশে ১ কোটি ৩৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হতে পারে। গতকাল দুপুরে রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর উদ্যোগে পাঁচ দিনব্যাপী তৃতীয় গ্লোবাল স্কুল অন রিফিউজি অ্যান্ড মাইগ্রেন্ট হেলথ শীর্ষক অনুষ্ঠান উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে ৭.১ মিলিয়নেরও বেশি বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছে, যা ২০৫০ সালের মধ্যে ১৩.৩ মিলিয়নে পৌঁছতে পারে। জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান বৈষম্য, দ্বন্দ্ব, বাণিজ্য এবং জনসংখ্যা বৃদ্ধি এই বাস্তুচ্যুত ও অভিবাসন সমস্যা বাড়াচ্ছে। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ তিনটি বড় ধরনের অভিবাসী সমস্যা প্রত্যক্ষ করেছে। এ ক্ষেত্রে মিয়ানমারের নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে, যাদের প্রত্যেকের খাবার, চিকিৎসা ও বসবাসের ব্যবস্থার প্রয়োজন রয়েছে। শরণার্থী ও অভিবাসী স্বাস্থ্য সমস্যা মোকাবিলা, পেশাদার দক্ষতা ও সক্ষমতা গড়ে তোলার জন্য দেশ ও অঞ্চলগুলোকে সহায়তা করতে পাঁচ দিনব্যাপী এ আয়োজন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানায় ডব্লিউএইচও।

সর্বশেষ খবর