শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

তুরাগে ভাসছে মরা মাছ

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীর তুরাগ নদে কারখানার বিষাক্ত তরল বর্জ্যরে কারণে অক্সিজেন কমে যাওয়ায় গতকাল বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠেছে। এ খবর নদের তীরবর্তী এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ মাছ দেখতে ছুটে যান। এ সময় অনেকেই মাছ ধরতে নদে নেমে পড়েন। আবার অনেকেই বিষাক্ত পানিতে নেমে রোগে আক্রান্ত হওয়ার ভয়ে নামতে সাহস পাচ্ছেন না। নদী রক্ষা কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদফতর কর্তৃপক্ষ ওয়াশিং, ডায়িং ও কেমিক্যাল কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এর ভয়াবহতা বেড়েই চলছে বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। সরেজমিন জানা যায়, গাজীপুর ও টঙ্গীতে অবস্থিত বেশ কিছু ওয়াশিং, ডায়িং ও কেমিক্যাল কারখানার বিষাক্ত তরল বর্জ্য নদে এসে পড়ছে। এতে দিন দিন নদের যেমন বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে তেমনি এর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষাক্ত পানির কারণে টঙ্গী বাজার ও আবদুল্লাহপুর এলাকায় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এ বিষয়ে টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান বলেন, কারখানার বিষাক্ত তরল বর্জ্য নদে ফেলায় পানি কালো হয়ে গেছে।

পানিতে গোসল কিংবা এসব পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একসময় এই নদের পানিতে গোসল এবং রান্নাবান্নায় ব্যবহার করা যেত। নদের চিত্র ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে হবে। টঙ্গী নদীবন্দরের সহকারী পরিচালক মো. শাহ আলম মিয়া বলেন, মালিকরা বিভিন্ন কারখানার বিষাক্ত ও কালো পানি নদে ফেলছেন বলে পানিতে অক্সিজেন সংকট হওয়ায় মাছ মরে যাচ্ছে। বিষয়টিতে পরিবেশ অধিদফতর কর্তৃপক্ষকে নজর দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর