শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভারতীয় ভূখন্ডে বিএসএফের গুলিতে শামিম রেজা (২৫) নামে এক গরুর রাখাল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শামিম রেজা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাইরুল ইসলামের ছেলে। এ ঘটনার পর বিএসএফ তার লাশ নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে ভারতের চাঁদনি চক এলাকার মরা গঙ্গা নদীতে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন শরিফুল ইসলাম (৩৩) নামে আরেক ব্যক্তি। তিনি রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। নিহত শামিম রেজার মা শেরিনা বেগম বলেন, তার ছেলে আগে কোনোদিন ভারতে গরু আনতে যায়নি। এবারই প্রথম গিয়ে গুলিতে মারা গেছে। নিহত শামিম রেজার চাচা জিয়াউর রহমান সীমান্তে হত্যাকান্ডের বিষয়টি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার রাত ১১টার দিকে গরু আনার জন্য কয়েকজনের সঙ্গে ভারতে গিয়েছেন তার ভাতিজা। এরপর থেকে অন্যরা বাড়ি ফিরলেও নিখোঁজ রয়েছে শামিম। তবে ফিরে আসা অন্য রাখালরা জানান, শামিম বিএসএফের গুলিতে মারা গেছে। স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, রাতে ১০-১২ জন ভারতে গরু আনতে যায়। তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের দুই কিলোমিটার ভিতরে বিএসএফ চাঁদনি চক ক্যাম্পের কাছে মরা গঙ্গা নদী পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামিম। গুলিবিদ্ধ হয়ে আহত হন শরিফুল ইসলাম। বেঁচে ফেরা অন্য রাখালরা আবারও একত্রিত হয়ে লাশ আনতে গিয়ে শুধু রক্ত দেখে ফিরে আসে। তাদের ধারণা, বিএসএফ লাশ নিয়ে গেছে। দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর ঝড়ু বলেন, সীমান্তে গোলাগুলির খবর তিনি শুনেছেন এবং এ ঘটনায় শামিম রেজা নামে এক গরুর রাখাল নিহত হয়েছেন বলেও শুনেছেন। অপরদিকে পাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ভারতে গরু আনতে গিয়ে একজন মারা গেছে এমন তথ্য গ্রামবাসীর মুখে তিনি শুনেছেন। তবে যে ব্যক্তি মারা গেছে বা আহত হয়েছে তাদের পরিবার হয়রানি থেকে বাঁচতে মুখ খুলছে না। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, ভারতের মধ্যে বাংলাদেশি রাখাল নিহত হওয়ার খবর তিনি লোকমুখে শুনছেন। তবে মাঠে কাজ করছে বিজিবি সদস্যরা, তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর