বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধ করে দিল তালেবান

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আবারও বন্ধ করে দিয়েছে কট্টর তালেবান সরকার। সরকারের উচ্চশিক্ষামন্ত্রী এক চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এ নির্দেশনা দিয়ে বলেছেন, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। সূত্র : বিবিসি। খবরে বলা হয়, এ নিষেধাজ্ঞার ফলে তালেবান শাসনে আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ আরও সীমিত হলো। মাধ্যমিক পর্যায়ের বেশির ভাগ স্কুলে আগেই ছাত্রীদের পড়ানো বন্ধ করা হয়েছে। কাবুল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রতিক্রিয়ায় জানান, খবরটি শোনার পর থেকে তিনি কেঁদে চলেছেন। আরেক তরুণী বলেছেন, তালেবানের প্রত্যাবর্তনের পর থেকেই নিজের শিক্ষাজীবন চালিয়ে নিতে গিয়ে তাকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তিনি জানান, লেখাপড়া করার জন্য নিজের ভাইদের সঙ্গে, বাবার সঙ্গে, সমাজের সঙ্গে, সরকারের সঙ্গে লড়তে হয়েছে আফগান নারীদের। তিনি আরও বলেন, ‘শুধুমাত্র পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি আমরা। তার পরও আমি শুধু এটা ভেবে খুশি ছিলাম যে একদিন আমি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিটা নিতে পারব, আমার স্বপ্নটা পূরণ করতে পারব। কিন্তু এখন আমি নিজেকে কীভাবে সান্ত্বনা দেব?’

নিষেধাজ্ঞার খবর আসার পর এক বিশ্ববিদ্যালয় ছাত্রী গণমাধ্যমকে বলেন, ‘তালেবানরা নারীর ক্ষমতাকে ভয় পায় বলেই এ ধরনের নিয়ম করছে। ভবিষ্যতের পথে আমাদের সম্ভাবনার একমাত্র সেতুটাও তারা ধ্বংস করে দিল। আমি এখন কী বলতে পারি? আমি ভাবতাম, আমি পড়ালেখা চালিয়ে যাব, নিজের ভবিষ্যৎ পাল্টে দেব, জীবনকে আলোকিত করব। তারা সব ধ্বংস করে দিল।’

প্রসঙ্গত, মাত্র তিন মাস আগে আফগানিস্তানজুড়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়। তখন হাজার হাজার তরুণী ও নারী তাতে অংশ নেন।

সর্বশেষ খবর