শিরোনাম
শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের টাঙ্গাইলের হাতিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে কালিহাতী উপজেলার সালনা ইউনিয়নের হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে সাহাদত সিকদার ওরফে সাগর (২৯) ও একই জেলার সুজানগর উপজেলার হাফেজপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে সজিবুর রহমান সজিব (৩০)। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহতরা বুধবার রাতে প্রাইভেটকারযোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন। তাদের গাড়িটি ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছলে অপর একটি বাস ওভারটেক করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি নিয়ে মহাসড়কের পাশের জমিতে নেমে যায়। পরে দুই বন্ধু প্রাইভেটকার থেকে নেমে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা নিহত হন।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করলে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর