শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আর্থিক প্রতিষ্ঠানের গাড়ি কেনা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

আর্থিক প্রতিষ্ঠানসমূহের মোটরযান কেনা, ব্যবহার ও পরিচালনা ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়। যা সব আর্থিক প্রতিষ্ঠানের এমডির কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থে আর্থিক প্রতিষ্ঠানসমূহের যানবাহন ব্যবহারে উচ্চ পরিচালনা ব্যয় পরিহারকল্পে আর্থিক প্রতিষ্ঠানের সব যানবাহন ন্যূনতম পাঁচ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়। এখন থেকে, গাড়ির আয়ুষ্কাল আট বছর সংক্রান্ত সরকারি আদেশের সঙ্গে সংগতি রেখে আর্থিক প্রতিষ্ঠানের সব যানবাহন ন্যূনতম আট বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে। উল্লেখ্য, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে পরিচালন/উন্নয়ন ব্যয় স্থগিত/হ্রাস করার সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ২০২২-২৩ অর্থবছরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের দাফতরিক ব্যয়ে যে কোনো ধরনের যানবাহন কেনা (নতুন/প্রতিস্থাপন) বন্ধ থাকবে। এতদ্ব্যতীত দাফতরিক ব্যয়ে গাড়ি ব্যবহার সংক্রান্ত অন্যান্য অসংগতি দূরীকরণার্থে এবং পরিচালনা ব্যয় হ্রাস করার লক্ষ্যে নিম্নরূপ নির্দেশনা দেওয়া হলো। আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে প্রতিষ্ঠানের ব্যয়ে একাধিক গাড়ি ব্যবহারের সুবিধা প্রদান করা যাবে না।

যে সব কর্মকর্তা গাড়ি ঋণ এবং এর রক্ষণাবেক্ষণ বাবদ অর্থ নেন, সে সব কর্মকর্তা প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করতে পারবেন না। শুধু প্রকৃত ব্যয় সাপেক্ষে অনুমোদিত সীমা অনুযায়ী মোটরযান সংক্রান্ত জ্বালানি ব্যয় নির্বাহ করা যাবে। এ বিষয়ক খরচের প্রমাণক/ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

সর্বশেষ খবর