রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১৯ দফা নিয়ে মাঠে নামবে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

এবার ১৯ দফা নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাল সোমবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনে নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিসহ এ ১৯ দফা ঘোষণা করবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সম্মেলনে তৃণমূলের নেতৃত্বের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করবেন দলের আমির। গতকাল পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়- রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে ১৯ দফা ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা খলিলুর রহমান, জি এম রুহুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ জান্নাতুল ইসলাম, শহিদুল ইসলাম কবির, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

সর্বশেষ খবর