সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঘরে ঢুকে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রশিদ আহমদ নামে এক রোহিঙ্গা নেতাকে (হেড মাঝি) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে হেড মাঝি রশিদ আহমদ ওই আশ্রয়শিবিরের এ-৫ ব্লকের ৮৫৮ নম্বর শেডে থাকা দ্বিতীয় স্ত্রী জেসমিন আরার ঘরে ছিলেন। এ সময় মুখোশধারী দুই-তিনজন রোহিঙ্গা সন্ত্রাসী জেসমিনের ঘরে ঢুকে রশিদ আহমদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জেসমিনের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় রশিদকে আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ক্যাম্প হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সর্বশেষ খবর