ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হতেই পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আটক করা হয়েছে ২৫ বাংলাদেশিকে।
জানা গেছে, অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার অভিযোগে ১৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। রাজ্যটির নদীয়া জেলার ধানতলা থানার অন্তর্গত সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করতেই তাদের প্রত্যেকে আটক হন বলে জানায় পুলিশ। তাদের কারও কাছে বৈধ পাসপোর্ট, ভিসা বা ভারতে প্রবেশের কোনো এক নথি পাওয়া যায়নি। তাদের সহায়তার অভিযোগে আটক করা হয়েছে এক ভারতীয় দালালকেও।
জানা গেছে, নদীয়ার ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন বারানবেড়িয়া নিরালাপাড়া এলাকায় ওই বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তদন্তে উঠে আসে, ওই বাংলাদেশি নাগরিকরা কয়েক মাস আগে এক ভারতীয় দালালের সহায়তায় ভারতে প্রবেশ করে। এরপর কাজের খোঁজে তারা ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্যের দিকে চলে যায়। বৃহস্পতিবার রাতে ওই বাংলাদেশিরা যখন দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তখন নদীয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম তাদের আটক করে। আটকদের মধ্যে ছয়জন পুরুষ, ১০ জন নারী। এদিকে উত্তর দিনাজপুর জেলার দাসনগর এলাকা থেকে আটক করা হয়েছে আরও ৯ বাংলাদেশি নাগরিককে। তারা সবাই পুরুষ। ভারতের রাজস্থানে তারা শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে দেশে ফেরার সময় তাদের আটক করে বিএসএফ। পরে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।