বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় দমের মাদার

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় দমের মাদার

ধর্মকে পুঁজি করে একশ্রেণির মানুষ অসাধু ব্যবসা করে যাচ্ছে যুগের পর যুগ। দেশে দেশে ধর্ম নিয়ে চলছে রাজনীতি। মানুষের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে মানুষ। তৈরি হচ্ছে ভেদাভেদ। অসত্যের নিপীড়নে পরাজয় ঘটছে সত্যের। এমন গল্প নিয়ে নাট্যম রেপার্টরি মঞ্চায়ন করেছে দর্শকনন্দিত নাটক দমের মাদার। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় এ নাটকটি। সাধনা আহমেদের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা। ধর্ম ব্যবসায়ীদের জাঁতাকলে নিষ্পেষিত সমাজের সহজ-সরল মানুষ। এ যেন এক অন্ধ রাহুর গ্রাস। এ রাহুর গ্রাস যুগ থেকে যুগান্তরে সুন্দরকে, সত্যকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু অসুন্দর, অসত্য কখনো মানবকল্যাণের পথে বা মানবতার পথের অন্তরায় হতে পারে না। বাংলার হাজার বছরের সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ আঙ্গিক বাংলার লোকপালা। যা মূলত লোকমুখে প্রচার বা প্রসার লাভ করছে হাজার বছর ধরে। তেমনি একটি পালা মাদার পীরের আখ্যান। মাদার পীরের এক ভক্ত সম্প্রদায়কে ঘিরে গড়ে উঠেছে দমের মাদার নাটকের গল্প। আংশিক সত্য একটি ঘটনাকে আশ্রয় করে নাট্যকার সাধনা আহমেদ লোক আঙ্গিক রীতিতে নাটকটি রচনা করেছেন। কিন্তু আইরিন পারভীন লোপা সেই লোক আঙ্গিক থেকে সরে এসে নাগরিক পরিবেশন রীতিকে অবলম্বন করেছেন। তাই লোকনাটক পরিবেশন রীতিতে মঞ্চের যে নিরাভরণ রীতি সেটা এখানে পাওয়া যায় না। আবার অভিনয় রীতির ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। দমের মাদার নাটকে নাট্যকার সাধনা আহমেদ জীবনের একটি সত্যকে অনুসন্ধান করেছেন আর নির্দেশক আইরিন পারভীন লোপা সেই সত্যের প্রাণবন্ত ছবি এঁকেছেন অভিনয়শিল্পী ও কুশলীদের দিয়ে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শিশির রহমান, শুভাশীষ দত্ত তন্ময়, পারভীন আখতার, শামীমা আক্তার প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর