বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ট্রেনিংয়ে কনস্টেবলের মিসফায়ারে গুলিবিদ্ধ তিনজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক ফায়ারিং ট্রেনিংয়ে এক নারী কনস্টেবলের ‘মিসফায়ারে’ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন, আকবরশাহ থানার কনস্টেবল মিনু আরা, বাকলিয়া থানার কনস্টেবল সুমন কান্তি দে ও অভি বড়ুয়া। গতকাল রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, গুলি ছোঁড়ার সময় এক নারী কনস্টেবল হঠাৎ অসুস্থ হয়ে ‘মিসফায়ার’ করেন। এতে সিএমপির তিন সদস্য গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘সিএমপির সদস্যদের নিয়ে বেতবুনিয়ায় বার্ষিক ফায়ারিং ট্রেনিং চলছিল। সেখানে এক নারী কনস্টেবল ফায়ারিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে তার মিসফায়ারে সেখানে থাকা তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর