বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও দুজন মারা গেছেন। দগ্ধ দেড় বছরের শিশু মরিয়ম আক্তারের পর গতকাল বিকালে জোসনা আক্তার (২৫) ও সাদিয়া (১৮) মারা গেছে। নিহত তিনজনই দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। দগ্ধদের মধ্যে পোশাক শ্রমিক মনজুরুল ইসলাম (৩২) এবং হোসনা বেগম (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। মনজুরুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। তিনি স্ত্রী, দেড় বছরের মেয়ে নিয়ে ধামরাই পৌরসভার কুমড়াইল মহল্লার কুব্বত হোসেনের বাড়িতে ভাড়া থেকে পাশের নয়ারহাটের একটি পোশাক কারখানায় চাকরি করেন। সাদিয়া আক্তার মনজুরুলের ভাগনি। সে ব্যথার ডাক্তার দেখানোর জন্য কিশোরগঞ্জ থেকে ধামরাই এসে গ্যাসের আগুনে দগ্ধ হন। উল্লেখ্য, শনিবার সকালে ধামরাই পৌর এলাকার কুমড়াইল মহল্লায় কুব্বত আলীর দোতালা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত তিনজনসহ ৫ জন দগ্ধ হয়েছিলেন।

সর্বশেষ খবর