বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

তৃতীয় মেয়াদে শপথ শেখ রহমানের

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

তৃতীয় মেয়াদে শপথ শেখ রহমানের

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের সিনেটর হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান। এ নিয়ে এ পদে তিনি তৃতীয় মেয়াদে শপথ নিলেন। জর্জিয়া স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি চার্লি বেথেলের কাছে তিনি শপথ নেন। শেখ রহমান বলেন,        জর্জিয়ার   প্রতিনিধিত্ব করতে পেরে আমি ধন্য। কিশোরগঞ্জের বাজিতপুরের কৃতী সন্তান শেখ মুজাহিদুর রহমান। ২০১৮ সালের ২২ মে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ আসনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে তিনি নির্বাচিত হন। জর্জিয়ার স্টেট পার্লামেন্টে শেখ রহমান ছিলেন প্রথম মুসলিম সিনেটর। ২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদেও সিনেটর তিনি নির্বাচিত হন। গত নভেম্বরে তৃতীয় মেয়াদেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শৈশব এবং কৈশোর বাংলাদেশেই কাটিয়েছেন তিনি। মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা বাবার সন্তান শেখ মুজাহিদুর রহমান বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা সম্পন্নের পর যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। তিনি বিশ্বাস করেন পরিশ্রম ও অধ্যবসায় এক বিন্দুতে মেলানো গেলে সাফল্য ধরা দেবেই। সময় পেলেই জন্মভূমির টানে বাংলাদেশে যান তিনি। সিনেটর শেখ রহমান ডেমোক্র্যাটিক পার্টির নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উল্লেখ্য, গত নভেম্বরের নির্বাচনে একই স্টেটে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে নাবিলা ইসলাম নামে আরেক বাংলাদেশি আমেরিকান সিনেট ডিস্ট্রিক্ট-৭ আসনে জয়ী হয়েছেন। নাবিলা হচ্ছেন জর্জিয়া স্টেট পার্লামেন্টে প্রথম মুসলিম নারী সিনেটর। এই স্টেটে আরেকজন মুসলান সিনেটর সম্প্রতি নির্বাচিত হয়েছেন, তার নাম ফারুক মোঘল। তিনি মধ্যপ্রাচ্যের সন্তান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর