পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপের বীজ লাগানো শুরু করেছেন ক্ষুদ্র চাষিরা। পিকেএসএফের আর্থিক সহযোগিতায় গত বছর প্রথম এ উপজেলায় পরীক্ষামূলক টিউলিপ চাষের উদ্যোগ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও। শীতপ্রধান অঞ্চলের এ ফুল তেঁতুলিয়ায় সৌন্দর্য ছড়িয়ে গাছে গাছে ফোটে। সফল হন চাষিরা। টিউলিপ দেখতে হাজার হাজার পর্যটক ছুটে আসেন তেঁতুলিয়ায়। ফুল বিক্রিও করেন চাষিরা। গত বছরের অভিজ্ঞতা নিয়ে এবার আরও বড় পরিসরে টিউলিপ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। দর্জিপাড়া এলাকার ক্ষুদ্র ২০ জন চাষি বীজ বপন শুরু করেছেন। মঙ্গলবার ইএসডিওর প্রধান নির্বাহী ড. মুহম্মদ শহীদ-উজ-জামান ও পরিচালক প্রশাসন ড. সেলিনা আখতার অনলাইনে টিউলিপ বাল্ব রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা বলছেন আগামী ১৫ দিনের মধ্যে এ ফুল ফুটবে। ইএসডিওর ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর আইনুল হক জানান, গত বছর আটজন নারী উদ্যোক্তা টিউলিপ চাষ করে সফল হয়েছেন। এবার ২০ জন নারী উদ্যেক্তা দুই একর জমিতে টিউলিপ চাষ করছেন। এবার ১০ রঙের টিউলিপ ফুটবে তেঁতুলিয়ায়। নেদারল্যান্ডস এবং কাশ্মীরের মতোই সৌন্দর্য ছড়াবে। টিউলিপ চাষের জন্য বাসের টপ তৈরি করা হয়েছে। টিউলিপ বিক্রির জন্যও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুই একর জমিতে ১ লাখ চারা বা বাল্ব রোপণ করা হচ্ছে। এ বছর ১০ প্রজাতির টিউলিপ সৌন্দর্য ছড়াবে। প্রজাতি ও রংগুলো হচ্ছে- অ্যান্টার্কটিকা (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সূর্যোদয় (হলুদ), স্ট্রং গোল্ড (হলুদ), জান্টুপিঙ্ক (গোলাপি), হোয়াইট মার্ভেল (সাদা), মিস্টিক ভ্যান ইজক (গোলাপি), হ্যাপি জেনারেশন (সাদা লাল শেড) ও গোল্ডেন টিকিট (হলুদ) টিউলিপের সৌন্দর্যে ফুটে উঠবে জাতীয় পতাকাও। উদ্যোক্তা আয়েশা সিদ্দিকা জানান, প্রথমবারের মতো গত বছর আমরা প্রান্তিক আটজন নারী মিলে এ অঞ্চলে নেদারল্যান্ডসের রাজকীয় টিউলিপ ফুটিয়ে ছিলাম। এ অঞ্চলে টিউলিপ চাষ করে আমরা যেমন সফল হয়েছিলাম তেমনি আর্থিকভাবে লাভবান হয়েছিলাম। এ ছাড়া টিউলিপ ফুল দেখতে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছিল। আশা করছি এবারও টিউলিপের দৃষ্টিনন্দন সৌন্দর্য ও হাসিতে মুগ্ধ করবে। উল্লেখ্য, টিউলিপ চাষ করতে সর্বোচ্চ ১৯ এবং সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তেঁতুলিয়া শীতার্ত অঞ্চল। বেশির ভাগ সময় এ অঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। তাই এ অঞ্চল টিউলিপ চাষের জন্য উপযোগী। ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য এর আবেদন অনন্য।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
এবার ফুটবে ১০ রঙের টিউলিপ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর