পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপের বীজ লাগানো শুরু করেছেন ক্ষুদ্র চাষিরা। পিকেএসএফের আর্থিক সহযোগিতায় গত বছর প্রথম এ উপজেলায় পরীক্ষামূলক টিউলিপ চাষের উদ্যোগ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও। শীতপ্রধান অঞ্চলের এ ফুল তেঁতুলিয়ায় সৌন্দর্য ছড়িয়ে গাছে গাছে ফোটে। সফল হন চাষিরা। টিউলিপ দেখতে হাজার হাজার পর্যটক ছুটে আসেন তেঁতুলিয়ায়। ফুল বিক্রিও করেন চাষিরা। গত বছরের অভিজ্ঞতা নিয়ে এবার আরও বড় পরিসরে টিউলিপ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। দর্জিপাড়া এলাকার ক্ষুদ্র ২০ জন চাষি বীজ বপন শুরু করেছেন। মঙ্গলবার ইএসডিওর প্রধান নির্বাহী ড. মুহম্মদ শহীদ-উজ-জামান ও পরিচালক প্রশাসন ড. সেলিনা আখতার অনলাইনে টিউলিপ বাল্ব রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা বলছেন আগামী ১৫ দিনের মধ্যে এ ফুল ফুটবে। ইএসডিওর ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর আইনুল হক জানান, গত বছর আটজন নারী উদ্যোক্তা টিউলিপ চাষ করে সফল হয়েছেন। এবার ২০ জন নারী উদ্যেক্তা দুই একর জমিতে টিউলিপ চাষ করছেন। এবার ১০ রঙের টিউলিপ ফুটবে তেঁতুলিয়ায়। নেদারল্যান্ডস এবং কাশ্মীরের মতোই সৌন্দর্য ছড়াবে। টিউলিপ চাষের জন্য বাসের টপ তৈরি করা হয়েছে। টিউলিপ বিক্রির জন্যও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুই একর জমিতে ১ লাখ চারা বা বাল্ব রোপণ করা হচ্ছে। এ বছর ১০ প্রজাতির টিউলিপ সৌন্দর্য ছড়াবে। প্রজাতি ও রংগুলো হচ্ছে- অ্যান্টার্কটিকা (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সূর্যোদয় (হলুদ), স্ট্রং গোল্ড (হলুদ), জান্টুপিঙ্ক (গোলাপি), হোয়াইট মার্ভেল (সাদা), মিস্টিক ভ্যান ইজক (গোলাপি), হ্যাপি জেনারেশন (সাদা লাল শেড) ও গোল্ডেন টিকিট (হলুদ) টিউলিপের সৌন্দর্যে ফুটে উঠবে জাতীয় পতাকাও। উদ্যোক্তা আয়েশা সিদ্দিকা জানান, প্রথমবারের মতো গত বছর আমরা প্রান্তিক আটজন নারী মিলে এ অঞ্চলে নেদারল্যান্ডসের রাজকীয় টিউলিপ ফুটিয়ে ছিলাম। এ অঞ্চলে টিউলিপ চাষ করে আমরা যেমন সফল হয়েছিলাম তেমনি আর্থিকভাবে লাভবান হয়েছিলাম। এ ছাড়া টিউলিপ ফুল দেখতে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছিল। আশা করছি এবারও টিউলিপের দৃষ্টিনন্দন সৌন্দর্য ও হাসিতে মুগ্ধ করবে। উল্লেখ্য, টিউলিপ চাষ করতে সর্বোচ্চ ১৯ এবং সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তেঁতুলিয়া শীতার্ত অঞ্চল। বেশির ভাগ সময় এ অঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। তাই এ অঞ্চল টিউলিপ চাষের জন্য উপযোগী। ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য এর আবেদন অনন্য।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
এবার ফুটবে ১০ রঙের টিউলিপ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর