পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপের বীজ লাগানো শুরু করেছেন ক্ষুদ্র চাষিরা। পিকেএসএফের আর্থিক সহযোগিতায় গত বছর প্রথম এ উপজেলায় পরীক্ষামূলক টিউলিপ চাষের উদ্যোগ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও। শীতপ্রধান অঞ্চলের এ ফুল তেঁতুলিয়ায় সৌন্দর্য ছড়িয়ে গাছে গাছে ফোটে। সফল হন চাষিরা। টিউলিপ দেখতে হাজার হাজার পর্যটক ছুটে আসেন তেঁতুলিয়ায়। ফুল বিক্রিও করেন চাষিরা। গত বছরের অভিজ্ঞতা নিয়ে এবার আরও বড় পরিসরে টিউলিপ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। দর্জিপাড়া এলাকার ক্ষুদ্র ২০ জন চাষি বীজ বপন শুরু করেছেন। মঙ্গলবার ইএসডিওর প্রধান নির্বাহী ড. মুহম্মদ শহীদ-উজ-জামান ও পরিচালক প্রশাসন ড. সেলিনা আখতার অনলাইনে টিউলিপ বাল্ব রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা বলছেন আগামী ১৫ দিনের মধ্যে এ ফুল ফুটবে। ইএসডিওর ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর আইনুল হক জানান, গত বছর আটজন নারী উদ্যোক্তা টিউলিপ চাষ করে সফল হয়েছেন। এবার ২০ জন নারী উদ্যেক্তা দুই একর জমিতে টিউলিপ চাষ করছেন। এবার ১০ রঙের টিউলিপ ফুটবে তেঁতুলিয়ায়। নেদারল্যান্ডস এবং কাশ্মীরের মতোই সৌন্দর্য ছড়াবে। টিউলিপ চাষের জন্য বাসের টপ তৈরি করা হয়েছে। টিউলিপ বিক্রির জন্যও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুই একর জমিতে ১ লাখ চারা বা বাল্ব রোপণ করা হচ্ছে। এ বছর ১০ প্রজাতির টিউলিপ সৌন্দর্য ছড়াবে। প্রজাতি ও রংগুলো হচ্ছে- অ্যান্টার্কটিকা (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সূর্যোদয় (হলুদ), স্ট্রং গোল্ড (হলুদ), জান্টুপিঙ্ক (গোলাপি), হোয়াইট মার্ভেল (সাদা), মিস্টিক ভ্যান ইজক (গোলাপি), হ্যাপি জেনারেশন (সাদা লাল শেড) ও গোল্ডেন টিকিট (হলুদ) টিউলিপের সৌন্দর্যে ফুটে উঠবে জাতীয় পতাকাও। উদ্যোক্তা আয়েশা সিদ্দিকা জানান, প্রথমবারের মতো গত বছর আমরা প্রান্তিক আটজন নারী মিলে এ অঞ্চলে নেদারল্যান্ডসের রাজকীয় টিউলিপ ফুটিয়ে ছিলাম। এ অঞ্চলে টিউলিপ চাষ করে আমরা যেমন সফল হয়েছিলাম তেমনি আর্থিকভাবে লাভবান হয়েছিলাম। এ ছাড়া টিউলিপ ফুল দেখতে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছিল। আশা করছি এবারও টিউলিপের দৃষ্টিনন্দন সৌন্দর্য ও হাসিতে মুগ্ধ করবে। উল্লেখ্য, টিউলিপ চাষ করতে সর্বোচ্চ ১৯ এবং সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তেঁতুলিয়া শীতার্ত অঞ্চল। বেশির ভাগ সময় এ অঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। তাই এ অঞ্চল টিউলিপ চাষের জন্য উপযোগী। ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য এর আবেদন অনন্য।
শিরোনাম
- গাজার জন্য ৯০০ টন খাদ্য নিয়ে যাচ্ছে তুরস্কের জাহাজ
- মাত্র ৭০০০ টাকায় আইফোনে ফিরে আসছে ফিজিক্যাল কিবোর্ড
- লক্ষ্মীপুরে দিনব্যাপী বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত
- ‘বন্ধুত্ব থেকে বৈরিতা’: কেন জটিল হচ্ছে পাকিস্তান–তালেবান সম্পর্ক
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে আর্মেনিয়ায় ৬ ধর্মগুরু গ্রেপ্তার
- চীন-তুরস্ক-ফ্রান্স থেকে ১৩২ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া
- যতটা সম্ভব সব মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে: হামাস
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
- ১৩৬ দিন অন্ধকারে থাকবে কানাডার যে এলাকা
- আইসিসিবিতে টেকসই পানি ব্যবস্থাপনা মেলা শুরু
- বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফিরছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি
- সুনামগঞ্জে রাষ্ট্র মেরামতের ৩১ দফার সমর্থনে মহিলা দলের প্রচার মিছিল
- যশোর বোর্ডে ২০ কলেজে শতভাগ ফেল
- টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, ক্ষুব্ধ জনতার আগুন
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে সেল কাউন্টার ও পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর
- রাইদা বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের
- ঘোষিত সময়ে নির্বাচন দিন অন্যথায় হাস্যাস্পদ হবেন : ফারুক
- চার দফা দাবিতে মেহেরপুরে পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন
- এইচএসসিতে কুমিল্লা বোর্ডে এগিয়ে মেয়েরা