বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চোর সন্দেহ করায় রুমমেটকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহ করায় রুমমেটকে হত্যার পর বস্তাবন্দি করে গরুর গোবর ডোবায় ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দুর্গাপুর নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মনজুরুল ইসলাম (২৬)। তার বাড়ি রংপুর বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামে। মনজুরুল দুর্গাপুর নোয়াপাড়া এলাকার আক্তার হোসেনের গরুর ফার্মে কাজ করতেন। এ ঘটনায় নাহিদ হোসেন (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি রংপুর তারাগঞ্জ থানার উজিয়াল ডাক্তারপাড়া। ঘাতক নাহিদও একই ফার্মের কর্মচারী। ওই হত্যার ঘটনায় নিহত মনজুরুলের ছোট ভাই মোস্তাকিন মিয়া গতকাল বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, ১৬ জানুয়ারি বিকালে মোস্তাকিন মিয়া তার বড় ভাইকে পাওয়া যাচ্ছে না মর্মে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। প্রযুক্তির সহায়তায় নাহিদ নামে সন্দেহভাজন একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। মনজুরুলকে হত্যার কথা স্বীকার করে নাহিদ। পরে নাহিদের দেওয়া তথ্য মতে, পুলিশ ডোবা থেকে মনজুরুলের লাশ উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মনজুরুল ও নাহিদ এক রুমে থাকতেন। গত ১৩ জানুয়ারি রাতে মনজুরুলের পকেটে থাকা ১৪০০ টাকা হারিয়ে যায়। মনজুরুল সন্দেহ প্রকাশ করে ওই টাকা চুরি করেছে নাহিদ। বিষয়টি নিয়ে দুজনের মধ্য বাগবিতণ্ডা হয়। চোর বলে সন্দেহ করায় রাতে ঘুমিয়ে থাকা মনজুরুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে নাহিদ। পরে লাশ ফার্মের পাশের গোবরের ডোবায় ফেলে দেয়।

 

সর্বশেষ খবর