শিরোনাম
সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নর্দমায় পাঁচ সোনার বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ দেখে নর্দমায় ছুড়ে ফেলা পাঁচটি সোনার বার উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। এ সময় হৃদয় হোসেন (১৯) নামে এক পাচারকারীকে আটক করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে দর্শনা শহরের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে হৃদয়কে আটক করা হয়। আটক হৃদয় হোসেন দর্শনার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও দর্শনা থানা পুলিশের একটি দল দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় দর্শনা থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করলে পুলিশ দেখে চালক পকেটে থাকা কাগজে মোড়ানো সোনার বারগুলো পাশের নর্দমায় ফেলে দেন। পুলিশ তাকে আটক করে নর্দমা থেকে সোনার বারগুলো উদ্ধার করে। এ সময় কাগজে মোড়ানো অবস্থায় একটি প্যাকেটের ভিতর থেকে পাঁচটি সোনার বার পাওয়া যায়। যার ওজন প্রায় ২৫ ভরি। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, চোরাকারবারিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর