মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের হার বেড়েছে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

কানাডা থেকে বেআইনি পথে জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের হার ২০০১ সালের তুলনায় গত বছর অনেক বেড়েছে। নিউইয়র্ক, ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ার স্টেটসংলগ্ন সীমান্তরক্ষী বাহিনীর প্রধান রবার্ট গার্সিয়া উদ্বেগজনক এ তথ্য জানিয়েছেন। ১৯ জানুয়ারি নর্থ ডাকোটা সীমানার ৪০ ফুটের মধ্যে বরফে আচ্ছাদিত একটি গাড়ির ভিতর থেকে শিশু, তরুণসহ চার ব্যক্তির লাশ উদ্ধারের পর সীমান্তরক্ষীরা কানাডা থেকে এ এলাকা দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার তথ্য প্রকাশ করল। সীমান্তরক্ষী বাহিনীর তথ্যানুযায়ী, দুর্গম পথে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার সময় গ্রেফতার হওয়াদের মধ্যে ছিল ১৯ দেশের নাগরিক। এর মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ সেন্ট্রাল আমেরিকার নাগরিকও ছিলেন।

উল্লেখ্য, গত বছরের শেষ তিন মাসে মেক্সিকো সীমান্ত অতিক্রম করে টেক্সাস-আরিজোনা-ক্যালিফোর্নিয়ায় বেআইনিভাবে ঢুকে পড়ার সময় ৭ লাখ বিদেশিকে গ্রেফতার করা হয়। ইউএস বর্ডার প্যাট্রল ও কাস্টমসের এজেন্টরা জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কানাডা থেকে নিউইয়র্কে ঢুকে পড়ার সময় ৪৪১ বিদেশিকে গ্রেফতার করা হয়। তারা হিমাঙ্কের নিচের তাপমাত্রার মধ্যে সীমান্তরক্ষীদের দৃষ্টি এড়িয়ে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছিলেন। এ সময় মারা যান ১৪ জন। দুর্গম পথে সীমান্ত অতিক্রমের সময় এভাবে কতজনের প্রাণ ঝরে, তার সঠিক সংখ্যা কখনই জানা সম্ভব হয় না। কানাডা বর্ডার প্যাট্রল এজেন্টরা জানান, ২০২১ ও ২০২২ সালে কানাডা থেকে বিদেশিদের যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে ঢুকে পড়ার প্রবণতা চরমে উঠেছে। প্রতিদিনই বিপুলসংখ্যক বিদেশি ধরা পড়ছে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার পর। তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলেও খুব কমসংখ্যকেরই আবেদন মঞ্জুর করা হচ্ছে। কানাডা বর্ডার প্যাট্রল কর্মকর্তারা সর্বসাধারণের উদ্দেশে উল্লেখ করেছেন, কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের পুরোটাই বরফে আচ্ছাদিত। অসহনীয় ঠান্ডা। তাই জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন দুর্গম পথে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার চেষ্টা না করেন। বিশেষ করে শিশু-কিশোরসহ কেউ যেন হেঁটে সীমান্ত অতিক্রমের উদ্যোগ না নেন। বর্ডার প্যাট্রল এজেন্টরা বিশেষভাবে উল্লেখ করেছেন, একশ্রেণির আদম পাচারকারী অর্থের লোভে মানুষকে এভাবে মহাবিপদের পথে ঠেলে দিচ্ছে।

 

সর্বশেষ খবর