প্রকৃতি থেকে দিন দিন হারিয়ে যাওয়া চকচকে নীলচে বেগুনি ‘কালিম’ পাখিকে অঞ্চলভেদে কালেম, কায়ুম, কালাম, কামিয়া, করমা ও সুন্দরী নামে ডাকা হয়। এই বন্য পাখি হাওর, বাঁওড়, খাল, বিল, নদী ও জলাশয়ে দেখা মেলে। বন্য কালিম পাখি দলবেঁধে থাকতে পছন্দ করে। আবার এই পাখি বাড়িতেও পোষা যায়। ছোট থেকে এদের ছেড়ে দিয়ে লালন-পালন করলে পোষ মেনে যায়। পোষ মানলে কালিম পাখি আর উড়ে যায় না। অনেকে শখের বসে এটি পালন করেন। পোষ মানার পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় পাখিদের সঙ্গে। তবে যেখানেই থাকুক না কেন ডাক দিলেই ফিরে আসে। দিনাজপুর অঞ্চলে এই পাখি খুব একটা দেখা যায় না। অসুস্থ অবস্থায় উদ্ধার দুটি কালিম পাখি দিনাজপুরের জাতীয় উদ্যান রামসাগরের মিনি চিড়িয়াখানায় বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। অসাবধানতায় নেটের মধ্যে থাকা একটি পাখিকে ইতোমধ্যে শিয়াল খেয়ে ফেলে। বর্তমানে একাকী জীবন কাটাচ্ছে একটি কালিম পাখি। দর্শনার্থীসহ দূর-দূরান্তের পর্যটকদের পদভারে মুখরিত ঐতিহাসিক রামসাগরে এসে এই পাখিটি দেখতে ভুলছেন না কেউ। কালিম পাখি খুব দুঃসাহসী ও লড়াকু স্বভাবের। কালিম পাখির ঠোঁট ও মাথার ঝুটি লালচে কমলা বা লাল বা লালচে বেগুনি হয়ে থাকে। গায়ের পালক নীলচে বেগুনি রঙের হয়। লেজ কার্পাস তুলোর মতো সাদা। চোখের পাশে বৃত্তাকারে সাদাটে ছোপ। এই পাখির পা দুটি লম্বা। বন্য কালিম পাখির খাদ্য তালিকায় রয়েছে, ছোট মাছ, ব্যাঙ, কীট-পতঙ্গ, শামুক, লতা-গুল্ম, কচি পাতা, ধান, শস্যদানা, নলখাগড়ার কচি ডগা ও নরম ঘাস। কচুরিপানা বা অন্য কোনো শাকপাতাও খায়। কালিম পাখির বৈজ্ঞানিক নাম : Porphyrio porphyrio । এই পাখি Rallidae (রেলিডি) পরিবার গোত্রের অন্তর্ভুক্ত। কালিম পাখির গড় ওজন ৭৭০ গ্রাম ও দৈর্ঘ্য ৫১ সে.মি. পর্যন্ত হয়ে থাকে। এরা জলচর প্রাণী হলেও খাদ্যের বিশেষ প্রয়োজন ছাড়া, তারা এক বিল থেকে অন্য বিলে স্থানান্তরিত হয় না। দিনাজপুর বন বিভাগের রামসাগর জাতীয় উদ্যানের দেখভালকারী বাবুল জানান, সুন্দরী এই ‘কালিম’ পাখিটি দেড় বছর আগে উদ্ধার করে এখানে রাখা হয়েছে। সম্প্রতি একটিকে শিয়াল এসে খেয়ে ফেলেছে। বিরল প্রজাতির পাখিটিকে দেখতে এবং এর সম্পর্কে জানতে অনেক দর্শনার্থী ভিড় করছেন।
শিরোনাম
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
প্রকৃতি
চকচকে নীলচে বেগুনি বিরল কালিম পাখি দেখতে ভিড়
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর