বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
এগিয়ে মেয়েরা

বেড়েছে পরীক্ষা কমেছে পাসের হার

♦ এইচএসসি ও সমমানে পাস ১০,১১,৯৮৭ ♦ জিপিএ ৫ পেয়েছে ১৭৬২৮২ ♦ ২০২১ সালে ৩ বিষয়ে পরীক্ষা পাস হার ৯৫.২৬ ♦ ২০২২ সালে ৬ বিষয়ে পরীক্ষা পাস হার ৮৫.৯৫

আকতারুজ্জামান

বেড়েছে পরীক্ষা কমেছে পাসের হার

ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গতকাল উত্তীর্ণদের বাঁধভাঙা উল্লাস -জয়ীতা রায়

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সারা দেশে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। ২০২১ সালে আবশ্যিক বিষয় বাদ দিয়ে মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। তখন উল্লম্ফন হয়েছিল পরীক্ষার ফলাফলেও। কিন্তু গত বছর ২০২২ সালে ছয়টি বিষয়ের ১২টি পত্রে পরীক্ষা নেওয়া হয় এইচএসসিতে। এতেই ফল কমে গেছে ৯ দশমিক ৩১ শতাংশ। সে হিসাবে পরীক্ষার বিষয় বেড়ে যাওয়ার ফলে কমে গেছে পাসের হার। এ ছাড়াও ২০২১ সালের তুলনায় পরীক্ষার্থী কমে যাওয়ার পাশাপাশি পাসের সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি কমেছে। সংক্ষিপ্ত সিলেবাসে নম্বর ও সময় কমিয়ে এইচএসসি ও সমমানে পরীক্ষা নেওয়া হয়। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উপস্থিত ছিলেন। তথ্যমতে, ২০২১ সালে এইচএসসি পর্যায়ে সারাদেশে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল ১৩ লাখ ৬ হাজার ৭১৮ শিক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ৯৫ দশমিক ২৬ শতাংশ পাস করেছিল তখন। আবশ্যিক বিষয় বাদ দিয়ে সেই বছরে মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এবার ২০২২ সালে ছয়টি বিষয়ে ১২টি পত্রে পরীক্ষা নেওয়া হয় এইচএসসিতে। দেখা গেছে, ৯ দশমিক ৩১ শতাংশ কমে পাস করেছে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী। গত বছরে বাংলা, ইংরেজি, নৈর্ব্যচনিক তিনটি বিষয় ও চতুর্থ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে এইচএসসিতে। কিন্তু ২০২১ সালে বাংলা ইংরেজি ও চতুর্থ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০২২ সালের ফলাফলে সব শিক্ষা বোর্ডেই ইংরেজি বিষয়ে পাসের হার তুলনামূলক কমে গেছে। যা সার্বিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে ফলাফলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল দেওয়া হয়েছে।

এবারের ফল বিশ্লেষণে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৯ লাখ ৬৯ হাজার ৩৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮ লাখ ১৭ হাজার ২৩০ জন, পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমে সারা দেশে ৯০ হাজার ২৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৩ হাজার ৫৫৩ জন, পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৪২৩ জন। কারিগরি বোর্ডের অধীনে এইচএসসিতে ১ লাখ ১৭ হাজার ৭৮৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ১১ হাজার ২০৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ১০৪ জন। বিদেশের আটটি কেন্দ্র থেকে ২২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১৮ জন। পাসের হার ৯৭ দশমিক ৩২ শতাংশ।

এইচএসসি পরীক্ষার ফলাফল উপলক্ষে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে সশরীরে জড়ো হয়েছিল ফলপ্রার্থী শিক্ষার্থীরা। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে কলেজ ক্যাম্পাসে নেচে গেয়ে উৎসবে মেতে ওঠে তারা।

রাজ?উক উত্তরা মডেল কলেজে থেকে ১ হাজার ৬৪৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৬৩ জন। ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার একজন শিক্ষার্থী, পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ৭৫ জনের মধ্যে ১ হাজার ১৫ জন জিপিএ-৫ পেয়েছে। ঢাক-ঢোল বাজিয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উৎসবে মেতে ওঠে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, করোনা উত্তরকালে পাঠের সুশৃঙ্খল ধারাবাহিকতায় ফিরে আসতে পেরেছি, তাই কাক্সিক্ষত ফল অর্জন করা সম্ভব হয়েছে। মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ৩ হাজার ২২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ২২১ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৩৪ জন। এদিকে পুরান ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রায় শতভাগ পাস করেছে। ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগের বিশেষ চাহিদার এক শিক্ষার্থী ছাড়া ১৬১ জনই পাস করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ২ হাজার ১৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৪ ভাগ শিক্ষার্থী।

এগিয়ে মেয়েরা : পরীক্ষার ফলে পাসের হারে ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। এইচএসসি ও সমমানে ছেলেদের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। সারা দেশে ৮০ হাজার ৫৬১ ছাত্র জিপিএ ৫ পেয়েছে। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া মেয়েদের সংখ্যা ৯৫ হাজার ৭২১টি। এবার চট্টগ্রামের পার্বত্য জেলাগুলোতে এবার পাসের হার কিছুটা কমেছে।

শীর্ষে কারিগরি শিক্ষা বোর্ড : পাসের হারে শীর্ষে রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ। দ্বিতীয় অবস্থানে মাদরাসা শিক্ষা বোর্ড। পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে ৮৭ দশমিক ৮৩ শতাংশ, কুমিল্লায় ৯০ দশমিক ৭২, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ৩২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থী : পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞানের ৯১ দশমিক ৬৭ শতাংশ পাস করেছে। মানবিকের ৮০ দশমিক ৫৪ শতাংশ ও বাণিজ্য বিভাগের ৮৫ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

১০ গুণ বেড়ে এবার শতভাগ ফেল ৫০ টিতে : এবার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর সব শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৩৩০টি। কেউ পাস করতে পারেনি ২০২১ সালের ফলে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি। সেই হিসাবে এবার শতভাগ ফেল প্রতিষ্ঠান বেড়েছে ১০ গুণ।

পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ  : আজ থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে জঝঈ স্পেস বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস রোল স্পেস বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

সর্বশেষ খবর