বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্পিডবোট সংঘর্ষে নিহত বেড়ে ৫

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ বলরাম ঘোষ (৩৪) ও খোকন শেখ (৪০) নামে আরও দুজনের লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রানা খন্দকার (২২) ও দাউদ মৃধা (৩৮) নামে দুজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া রবিবার ঘটনাস্থলেই শুকুমার হালদার (৬৫) নামে একজনের মৃত্যু হয়। এখনো নিখোঁজ রয়েছেন শহিদুল ইসলাম নামে একজন।

বলরাম ঘোষ ফরিদপুর সদর উপজেলার মুন্সিরবাজার এলাকার রাজগোপাল গোস্বামীর ছেলে, খোকন শেখ সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর গ্রামের সুরমান শেখের ছেলে, রানা খন্দকার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের কুদ্দুস খন্দকারের ছেলে, দাউদ মৃধা ফরিদপুর সদর উপজেলার হাট গোবিন্দপুর গ্রামের কাইয়ুম আলী মৃধার ছেলে ও শুকুমার হালদারের বাড়ি ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষ্মীপুরে। নিখোঁজ শহিদুল ইসলামের বাড়ি চরভদ্রাসন উপজেলার ফাজিল খাঁর ডাঙ্গী গ্রামে। এলাকাবাসী ও চরভদ্রাসন থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার সকাল ১০টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৈনুট ঘাট থেকে চরভদ্রাসনগামী একটি যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি স্পিডবোটই উল্টে ডুবে যায়। বোটের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান ও পাঁচজন নিখোঁজ হন। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা ত্রপা জানান, দুর্ঘটনায় নিখোঁজ আরও এক ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ। এ ছাড়া পাঁচজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ খবর