বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল জোনায়েদ আহমেদ বলেছেন, করোনাভাইরাসের সময়ে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। যদিও আমরা শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যুক্ত ছিলাম, কিন্তু সত্যিকার অর্থে শিক্ষার্থীরা বিরূপ একটি পরিস্থিতি পার করেছে তখন। করোনার পর তাদের বইমুখী করাই ছিল বড় চ্যালেঞ্জ। সরকার খুব সহনশীলভাবে ক্রমে পরীক্ষা বাড়িয়েছে, যা খুবই কার্যকরী হয়েছে। এতে কিছুটা পাসের হার কমলেও শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অধ্যক্ষ বলেন, আমাদের কলেজের প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থীই মফস্বল এলাকার। অন্য কলেজগুলোতেও বিভিন্ন জেলাশহর বা মফস্বল এলাকার শিক্ষার্থী রয়েছে। করোনার সময় কিন্তু এই শিক্ষার্থীরা তাদের এলাকা বা গ্রামে চলে গিয়েছিল। শিক্ষার্থীরা একটি ট্রমার মধ্য দিয়ে গেছে তখন। এইচএসসিতে একবার পরীক্ষা ছাড়াই মূল্যায়ন ও ২০২১ সালে শুধু তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। বড় সমস্যা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে একটা মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছিল যে, কম পড়লেই হবে। তাদের বইমুখী করাই ছিল বড় চ্যালেঞ্জ। সরকার খুব সহনশীলভাবে ক্রমে পরীক্ষা বাড়িয়েছে, যা খুবই কার্যকরী হয়েছে। এতে কিছুটা পাসের হার কমলেও শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। পাস করা এ শিক্ষার্থীরা ভবিষ্যতে অনেক ভালো করবে। পরবর্তী সময়ে যারা পরীক্ষা দেবে তারা একটি শিক্ষা নেবে যে, সব পরীক্ষা দিয়েই সবাইকে পাস করতে হবে। জোনায়েদ আহমেদ বলেন, চলতি বছরে যারা পরীক্ষায় অংশ নেবে তাদের অতীতের মতো পরীক্ষা ছাড়া মূল্যায়ন বা কম বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। পরীক্ষার জন্য তাদের যথাযথভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা ভয় কাটিয়ে উঠতে হবে আর এ জন্য বড় দায়িত্ব পালন করতে হবে শিক্ষকদের। আমরা প্রতিনিয়ত এ দায়িত্ব পালন করে যাচ্ছি।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
পাস কমলেও আত্মবিশ্বাসী হয়েছে শিক্ষার্থীরা
------ লে. কর্নেল জোনায়েদ আহমেদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর