রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দূষণের সর্বোচ্চ মাত্রায় ঢাকার বাতাস

নিজস্ব প্রতিবেদক

দূষণের সর্বোচ্চ মাত্রায় আছে ঢাকার বাতাস। রাজধানীর বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। ৩২৯ স্কোর নিয়ে গতকাল আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকার শীর্ষ ও বিপজ্জনক ক্যাটাগরিতে রয়েছে ঢাকা। শুক্রবারও ৩৩৫ স্কোর ঢাকার বাতাস ছিল বিপজ্জনক পর্যায়ে। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ইনডেক্সে এ তথ্য পাওয়া যায়। গতকাল সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ৩০৯ স্কোর নিয়ে ঢাকার পরের অবস্থানে বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঘানার আক্রা। ২১৩ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে চীনের বেইজিং। ২০০ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই, স্কোর ১৮৭।

সর্বশেষ খবর