শিরোনাম
বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

লোকারণ্য বইমেলা

মোস্তফা মতিহার

লোকারণ্য বইমেলা

একুশে বইমেলায় গতকাল ক্রেতার উপচে পড়া ভিড় -বাংলাদেশ প্রতিদিন

শাহবাগ মোড় থেকে টিএসসি আর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তায় বাঁধভাঙা জনস্রোত। যা গিয়ে মিশেছে সোহরাওয়ার্দী উদ্যানে। গতকাল বইমেলায় নেমেছিল প্রাণের জোয়ার। একুশের চেতনার সঙ্গে বইয়ের মিতালি মেলাকে অনন্য করে তুলেছিল। বইয়ের প্রেমে আবেগি বাঙালি একুশকে খুঁজে নিয়েছে গল্প, কবিতা, উপন্যাস, আর সায়েন্স ফিকশনে। এমন দৃশ্যকল্পই ছিল গতকাল অমর একুশে বইমেলার ২১তম দিনে। শাড়ি আর পাঞ্জাবিতে শোকের কালো রঙে একুশের আবহে ছিল ভাষার প্রতি বাঙালির একাত্মতা। শরীরে ছিল অ আ ক খ বর্ণমালার উল্কি আর মুখাবয়বে ‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা’র স্লোগান। চেতনার এই ধারা গিয়ে মিশেছে শহীদ মিনারে। সকাল ৮টায় মেলার প্রবেশদ্বার খোলার পর থেকেই লোকসমাগম বাড়তে থাকে। সকালের সূর্যের তেজ যতই বাড়তে থাকে মেলায় লোকসমাগমও বাড়তে থাকে। বিকালে সেই ভিড় রূপ নেয় জনসমুদ্রে। এদিন স্টলগুলোর বিক্রয়কর্মীরা বিকিকিনিতে দম ফেলার ফুরসত পাচ্ছিলেন না। বিক্রি ছিল আশাতীত। তাই প্রকাশকরাও ছিলেন সন্তুষ্ট। প্রকাশকরা জানিয়েছেন প্রত্যাশার চেয়েও বেশি বিক্রি করেছেন তারা। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য মতে, গতকাল ২১তম দিনে মেলায় নতুন বই এসেছে ৩০৩টি। এ পর্যন্ত মোট নতুন বই এসেছে ২ হাজার ৫৮৬টি।

মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে বসে স্বরচিত কবিতা পাঠের আসর। প্রায় ১৫০ জন কবি কবিতা আবৃত্তি করেন। সভাপতিত্ব করেন কবি জাহিদুল হক। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে বক্তৃতা ২০২৩। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। বক্তা ছিলেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিদেশ সফরজনিত অনুপস্থিতিতে তার লিখিত বক্তৃতা পাঠ করেন ত্রপা মজুমদার। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সুজন বড়ুয়া, নভেরা হোসেন, রিমঝিম আহমেদ, মতিন রায়হান, নাজমুল হেলাল, সালমা বেগ, ইমরুল ইউসুফ, ইসমত শিল্পী, মায়াবী কাজল, গিয়াসউদ্দিন চাষা। আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রূপা চক্রবর্তী, আহ্কামউল্লাহ। আরও অংশ নেয় সাংস্কৃতিক সংগঠন ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’। এককসংগীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়, শিবু রায়, কল্যাণী ঘোষ, মহাদেব ঘোষ, আবদুল হালিম খান, স্বর্ণময়ী মণ্ডল এবং সোমা দাস।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর