শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দলীয় এমপির বিরুদ্ধে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি

আবদুল মমিন মণ্ডল এমপির স্বেচ্ছাচারের কারণে সামনের সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যেতে পারে। বেলকুচি উপজেলা আওয়ামী লীগের নেতারা গতকাল এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা ব্যক্ত করেছেন। সমস্যার প্রতিকারে তারা কেন্দ্রীয় সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সকালে সংগঠনের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন, গত ২৩ মে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এবং এমপি মমিন মণ্ডল সভাপতি পদপ্রার্থী ছিলেন। কিন্তু কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আবদুল মমিন মণ্ডলকে সভাপতি এবং তাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। কমিটির মেয়াদ নয় মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি বিগত নয় মাসে এমপি মমিন মণ্ডল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কোনো সমাবেশ বা কর্মসূচিতে যোগ দেননি। উল্টো দলে বিভক্তি সৃষ্টির জন্য কতিপয় হাইব্রিড আওয়ামী লীগ ও তার বেতনভুক কিছু কর্মচারী নিয়ে এককভাবে দায়সারা কর্মসূচি পালন করেছেন। সংবাদ সম্মেলন বলা হয়, সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই এমপি মমিন মন্ডল গঠনতন্ত্র পরিপন্থী একতরফা সিদ্ধান্ত গ্রহণ করছেন। ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সভাপতি-সম্পাদকের মধ্যে বিরোধ সৃষ্টি করছেন। বেলকুচি সদর ইউনিয়নের কমিটি এককভাবে করেছেন। কমিটির সাধারণ সম্পাদক মরিয়ম বেগমকে না জানিয়ে এমপির সমর্থনপুষ্ট সভাপতি আল-আমিন এককভাবে কমিটি করে সভাপতি মমিন মণ্ডলের কাছে জমা দেন। মমিন মণ্ডল উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাসের সঙ্গে সমন্বয় ছাড়াই এককভাবে বেলকুচি সদর ইউনিয়ন কমিটি অনুমোদন দেন এবং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠান করেন। দৌলতপুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। কিন্তু ২৪ ফেব্রুয়ারি এমপি মমিন ম ল পরিচিতি সভার আয়োজন করেছেন। জানা গেছে, প্রস্তাবিত ওই কমিটিতে এমপির মদদপুষ্ট এহিয়া ও মহির নামে দুজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে। জামায়াতের সক্রিয় কর্মী ও নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি আমিরুল ইসলাম আলামিনকে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ দিয়েছেন এমপি। সংবাদ সম্মেলনে দলের সাবেক সহসভাপতি গাজী লুৎফর রহমান, সাবেক দফতর সম্পাদক গাজী আবদুল মালেক, সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক মহাদেব চন্দ্র সাহা, সাবেক কার্যকরী সদস্য এমদাদুল হক, কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ চান মোহাম্মদসহ দলীয় নেতা-কর্মী ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর