গাজীপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় মাহিউস সোনান চৌধুরী (১৯) নামে এক কলেজছাত্রকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে। গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার উত্তর মোল্লাপাড়ায় রবিরাত দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহিউস সোনান চৌধুরী উত্তর মোল্লাপাড়ার মৃত এ কে এম জালাল চৌধুরীর ছেলে। তিনি এ বছর গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। নিহতের স্বজনরা জানান, মোল্লাপাড়ায় ওই বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করেন মৃত এ কে এম জালাল চৌধুরীর স্ত্রী মেহজাবিন (৫৪) ও তার দুই সন্তান। ঘটনার সময় ৮-১০ জন সশস্ত্র যুবক ওই বাড়িতে হানা দেয়। তারা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে মেহজাবিনের হাত-পা, মুখ ও চোখ বেঁধে ফেলে। এ সময় বাধা দিলে তারা সোনানের হাত-পা বেঁধে বিছানার চাদরের টুকরো দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫-৩০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে দুর্বৃত্তরা। নিহতের মা মেহজাবিন বলেন, আমার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবে তার পাওনা টাকা নিয়ে প্রায় পাঁচ-ছয় মাস আগে এলাকার কয়েকজন ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এসআই সৈয়দ বায়েজিদ বলেন, পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জিএমপির উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটি ডাকাতি বা লুটের ঘটনা, নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া