গাজীপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় মাহিউস সোনান চৌধুরী (১৯) নামে এক কলেজছাত্রকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে। গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার উত্তর মোল্লাপাড়ায় রবিরাত দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহিউস সোনান চৌধুরী উত্তর মোল্লাপাড়ার মৃত এ কে এম জালাল চৌধুরীর ছেলে। তিনি এ বছর গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। নিহতের স্বজনরা জানান, মোল্লাপাড়ায় ওই বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করেন মৃত এ কে এম জালাল চৌধুরীর স্ত্রী মেহজাবিন (৫৪) ও তার দুই সন্তান। ঘটনার সময় ৮-১০ জন সশস্ত্র যুবক ওই বাড়িতে হানা দেয়। তারা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে মেহজাবিনের হাত-পা, মুখ ও চোখ বেঁধে ফেলে। এ সময় বাধা দিলে তারা সোনানের হাত-পা বেঁধে বিছানার চাদরের টুকরো দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫-৩০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে দুর্বৃত্তরা। নিহতের মা মেহজাবিন বলেন, আমার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবে তার পাওনা টাকা নিয়ে প্রায় পাঁচ-ছয় মাস আগে এলাকার কয়েকজন ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এসআই সৈয়দ বায়েজিদ বলেন, পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জিএমপির উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটি ডাকাতি বা লুটের ঘটনা, নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
শিরোনাম
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু