ফেসবুক লাইভে আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ সম্পাদক আশিকুর রহমান সুজনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে জেলা ছাত্রলীগ। শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। নোটিস পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ১১টায় সুজন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন। লাইভে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আত্মহত্যার কারণ পারিবারিক নয়, পারিবারিকভাবে আমি সুখী আছি। এমন অবস্থায় পড়েছি, নিজের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও বলতে পারছি না কিছু। আমার আত্মহত্যা চেষ্টার কারণ রুটি রুজির জায়গা বন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ যে জায়গা থেকে আয়ে আমার সংসার চলত, সেই পথ শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তাই কোনো পথ না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।’ ১১ মিনিটের ওই ফেসবুক লাইভে আসার দুই ঘণ্টা আগে সুজন নিজ টাইমলাইনে লিখেছেন- ‘কাল হয়তো আত্মহত্যা করতে পারি? কারণটা ডায়েরিতে লেখা থাকবে। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।’ এদিকে সুজনের আত্মহত্যার হুমকির বিষয়টি ভাইরাল হয়ে গেলে জেলা ছাত্রলীগ তাকে কারণ দর্শানোর নোটিস দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ডের একটি অংশ ও চরকাউয়া খেয়াঘাট নিয়ন্ত্রণ নিয়ে দলীয় নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হয় সুজনের। এ কারণে আত্মহত্যার হুমকি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার