ফেসবুক লাইভে আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ সম্পাদক আশিকুর রহমান সুজনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে জেলা ছাত্রলীগ। শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। নোটিস পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ১১টায় সুজন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন। লাইভে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আত্মহত্যার কারণ পারিবারিক নয়, পারিবারিকভাবে আমি সুখী আছি। এমন অবস্থায় পড়েছি, নিজের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও বলতে পারছি না কিছু। আমার আত্মহত্যা চেষ্টার কারণ রুটি রুজির জায়গা বন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ যে জায়গা থেকে আয়ে আমার সংসার চলত, সেই পথ শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তাই কোনো পথ না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।’ ১১ মিনিটের ওই ফেসবুক লাইভে আসার দুই ঘণ্টা আগে সুজন নিজ টাইমলাইনে লিখেছেন- ‘কাল হয়তো আত্মহত্যা করতে পারি? কারণটা ডায়েরিতে লেখা থাকবে। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।’ এদিকে সুজনের আত্মহত্যার হুমকির বিষয়টি ভাইরাল হয়ে গেলে জেলা ছাত্রলীগ তাকে কারণ দর্শানোর নোটিস দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ডের একটি অংশ ও চরকাউয়া খেয়াঘাট নিয়ন্ত্রণ নিয়ে দলীয় নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হয় সুজনের। এ কারণে আত্মহত্যার হুমকি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিরোনাম
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
ফেসবুকে আত্মহত্যার হুমকি, সেই ছাত্রলীগ নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর