বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পর্যটকে উৎসবমুখর খাগড়াছড়ি

জহুরুল আলম, খাগড়াছড়ি

পর্যটকে উৎসবমুখর খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ঈদের টানা ছুটিতে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসা পর্যটকদের পদচারণায় এখনো প্রত্যেকটি স্পট মুখর। বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা মুগ্ধ হচ্ছেন ঢেউ খেলানো পাহাড় ও প্রকৃতি দেখে। পর্যটকদের জন্য বাড়তি আনন্দ যোগ করেছে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। ছুটি কাটাতে আসা পর্যটকদের গতকালও উপচে পড়া ভিড় দেখা গেছে খাগড়াছড়ির বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে। তারা ঘুরে বেড়াচ্ছেন জেলা পরিষদ পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝরনা ও মায়াবিনী লেকসহ সবকটি বিনোদন কেন্দ্রে। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র ও জেলা পরিষদ পার্কে সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপকসংখ্যক পর্যটক ভিড় করছেন। পরিবার নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ সবাই। এখানকার হোটেল-মোটেলগুলোতেও রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। এত পর্যটক সমাগম হওয়ায় যাতায়াতের জন্য বাসের টিকিট পেতে ভোগান্তিতে পড়ছেন লোকজন।

খাগড়াছড়ির আলুটিলা ও জেলা পরিষদ পার্কসহ সবকটি পর্যটক কেন্দ্রে প্রতিদিন ৪ হাজার থেকে ৫ হাজারের মতো পর্যটকের সমাগম ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তার বিষয় মাথায় রেখে টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও তৎপর রয়েছে।

সর্বশেষ খবর