বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সিটি নির্বাচন

শোডাউন না করতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

শোডাউন না করতে ইসির নির্দেশ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এ নির্বাচনে প্রার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলেছে, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না। পাশাপাশি পাঁচজনের বেশি নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল (আজ) এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে কমিশন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ খবর