বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
ডিজিটাল আইনে মামলা

বাবুল আক্তারসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আবদুল ওয়াদুদ মিয়া। তবে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। ছয় মাস তদন্ত শেষে ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়। আজ আদালতে চার্জশিটটি উপস্থাপনের কথা রয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মামলার তদন্ত চলাকালে বাবুল আক্তারকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাবুল আক্তারের ভাই লাবু ও বাবা আবদুল ওয়াদুদ মানববন্ধন করে তার মুক্তি চেয়ে মানহানিকর তথ্য দিয়েছেন।

চার্জশিটে বলা হয়, আসামি বাবুল আক্তার স্ত্রী মিতু হত্যা মামলা থেকে নিজেকে রক্ষা করতে জেলে বসে ভাই হাবিবুর রহমান লাবু ও বাবা আবদুল ওয়াদুদ মিয়াকে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই-প্রধান বনজ কুমার বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন। ওই বছরের ১০ নভেম্বর বাবুল আক্তারকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এ মামলায় লাবু ও ওয়াদুদ জামিনে রয়েছেন।

সর্বশেষ খবর