শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সরগরম সিটি নির্বাচনের মাঠ

নৌকার অফিস উদ্বোধন হাতপাখার প্রার্থী ফয়জুল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নৌকার অফিস উদ্বোধন হাতপাখার প্রার্থী ফয়জুল

বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফয়জুল করীম

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন হবে আজ। অপরদিকে কঠিন অঙ্ক কষার পর বরিশাল সিটিতে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতে হাতপাখা তুলে দিয়েছেন দলটির আমির পীর চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করীম। বরিশাল সার্কিট হাউসের বিপরীতে এক তলা মার্কেটের ছাদে প্যান্ডেল নির্মাণ করে প্রধান নির্বাচনী কার্যালয় স্থাপন করেছে আওয়ামী লীগ। একসঙ্গে প্রায় এক হাজার নেতা-কর্মী অফিসে নির্বাচনী কার্যক্রম করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মার্কেটের ছাদে অফিসের পাশে শীতাতপ নিয়ন্ত্রতি দুটি কক্ষ প্রস্তুত করা হয়েছে প্রার্থীর একান্ত সভাসহ ভিআইপিদের জন্য। আজ শুক্রবার বাদ আসর দোয়া-মোনাজাতের মাধ্যমে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর অন্যতম সমন্বয়কারী মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতসহ স্থানীয় হাজারো নেতা-কর্মী উপস্থিত থাকার কথা রয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপিসহ সিনিয়র নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানান মামুন। এদিকে দীর্ঘ সমীকরণের পর গতকাল বরিশাল সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকালে সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে সংবাদ সম্মেলনে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মেয়র প্রার্থী হিসেবে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে দলের নির্বাচনী প্রতীক হাতপাখা প্রার্থী ফয়জুল করীমের হাতে তুলে দেন পীর সাহেব। বরিশাল ছাড়াও অন্য তিন সিটিতে দলের প্রার্থী ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। এ সময় পীর চরমোনাই ও দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বরিশালসহ সব সিটিতে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ভোট করার জন্য নির্বাচন কমিশন তথা সরকারের কাছে দাবি জানান। নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

 

সর্বশেষ খবর