পিরোজপুরের ভান্ডারিয়ায় ওভার ব্রিজ থেকে পোনা নদীতে পড়ে সিনথিয়া নামে সারে চার বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। ভান্ডারিয়া থানা পার্কে মায়ের সঙ্গে ঘুরতে এসে বুধবার সন্ধ্যার দিকে শিশুটি নদীতে পড়ে যায়।
নিখোঁজ সিনথিয়া কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা মো. কাউসারের মেয়ে। শিশুকে খুঁজতে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের ডুবরি দল গতকালও চেষ্টা করেছে। এদিন বরিশাল থেকে আসা ডুবরি দলও নিখোঁজ শিশুটির খোঁজ চালিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুর খোঁজ মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের পাশের রেলিং দীর্ঘদিন ধরে মরিচা পড়ে নষ্ট ছিল। শিশুটি সেই রেলিং ধরে হাঁটছিল। একপর্যায়ে সে নদীতে পড়ে যায়।