বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আজ পালিত হবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছর এই দিনে নানা কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশের সাংবাদিকরাও পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করবেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি।’

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে আজ জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে সকাল ১১টায় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়াও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), ইউনেস্কো, আর্টিকেল নাইনটিন এর উদ্যোগে রাজধানীর মাইডাস সেন্টারে আজ সকাল সাড়ে ১০টায় ‘সেপিং এ ফিউচার অব রাইটস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।

সর্বশেষ খবর