রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

জমেছে আমের হাট দামে অখুশি চাষি

বেনাপোল প্রতিনিধি

জমেছে আমের হাট দামে অখুশি চাষি

জমে উঠেছে শার্শার বাগআঁচড়া বাজারের বেলতলা আমের হাট। দাম কম হওয়ায় খুশি নন আম চাষিরা। শার্শা, ঝিকরগাছা ও সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন এলাকার চাষিদের আম বিক্রি হয় এই বেলতলা হাটে। পদ্মার এপারে এটা সবচেয়ে বড় আমের হাট। প্রতিদিন প্রায় ৩০ ট্রাক আম লোড হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুরের পাইকাররা আম কিনে নিয়ে যাচ্ছেন এ হাট থেকে। এ বছর আম ভাঙার প্রথম দিকে কালবৈশাখীতে সাতক্ষীরার কয়রা, ঝাউডাঙ্গা, কলারোয়া ও যশোরের মনিরামপুর, ঝিকরগাছা, শার্শা উপজেলার কিছু অংশে আমের ব্যাপক ক্ষতি হয়। তারপরও ফলন সন্তোষজনক। ৪ মে থেকে যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আম ভাঙার তারিখ নির্ধারণ করা হয়। আমচাষি বা বাগান মালিকরা সবাই আম ভাঙতে শুরু করেছেন। আম প্রকারভেদে ১০০০ থেকে ১৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। দাম কম হওয়ায় খুশি নন আমচাষিরা। শার্শার টেংরা গ্রামের আমচাষি আবুল কাসেম ও সাবিরুল বলেন, আমের বাজার মূল্য গত বছরের চেয়ে কম। বাজারে গুটি আমের পাশাপাশি গোপাল ভোগ, মল্লিকাসহ বিভিন্ন ধরনের আম পাওয়া যাচ্ছে। এরপর হিমসাগর, ল্যাংড়া, আম্রপলি ভাঙা শুরু হলে আমের দাম বাড়তে পারে আশা প্রকাশ করেন চাষিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর