গাজীপুর সিটি করপোরেশনকে আধুনিক নগরীতে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান। ২৮ দফা নির্বাচনী ইশতেহারে তিনি নগরীর জলাবদ্ধতা ও যানজট নিরসন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রাস্তা, ড্রেন, কালভার্ট, ব্রিজসহ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবামূলক খাতগুলো আরও শক্তিশালী করে সেবার মানকে সুনিশ্চিত করতে এক বছর, দুই বছর ও পাঁচ বছর মেয়াদি তিন স্তরবিশিষ্ট পরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেছেন। গতকাল শহরের ভাওয়াল রাজবাড়ী রোডের প্রকৌশল ভবনের কনফারেন্স কক্ষে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহার ঘোষণাকালে আজমত উল্লা খান অতীতের নানা অনিয়ম, দুর্নীতি ও অদক্ষতার কারণে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন। এ ছাড়া সঠিক নেতৃত্ব, পরিকল্পনা, সততা ও স্বচ্ছতার অভাবে সরকারি বরাদ্দ করা অর্থ ব্যয় না হওয়ায় শহরের সমস্যা সমাধান হয়নি বলেও অভিযোগ তার। তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর ওপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ নগরজীবন। প্রস্তাবিত ২৮ দফার ইশতেহারে তিনি গাজীপুর মহনগরীকে গড়ে তোলার জন্য নানা পরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন। ইশতেহারের উপসংহারে তিনি বলেন, নগরীর বিপুল জনগোষ্ঠীকে ন্যূনতম সেবা দিতে পারাটাই আসল যোগ্যতা। সুযোগ পেলে নিজের মেধা-মনন, অভিজ্ঞতা সবকিছু নগরবাসীর জন্য উৎসর্গ করাই আমার আসল অঙ্গীকার। এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে একদল চলচ্চিত্র শিল্পী একটি খোলা ট্রাকে দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় নেচে-গেয়ে আজমত উল্লার জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন। বিকালে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগকালে শত শত উৎসুক জনতা-তাদের ভক্ত ভিড় জড়ান। এ সময় তাদের উদ্দেশ্যে নিপুণ আক্তার বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে আপনারা উন্নয়ন ও দিনবদলের প্রতীক নৌকায় ভোট দিন’। নায়ক ফেরদৌস বলেন, ‘আজমত উল্লা একজন ভালো মানুষ, নৌকার বিজয় মানে, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বিজয়, বাংলাদেশের বিজয়। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজমত উল্লা খানকে ২৫ তারিখ নৌকায় ভোট দিন।’ এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি শনিবার গাজীপুর সিটির চান্দনা চৌরাস্তার আশপাশের ভোটারদের কাছে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের জন্য ভোট চান ও লিফলেট বিতরণ করেন। চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখতে ভিড় জমান তার ভক্তরা। এ সময় মাহির স্বামী রকিব সরকার তার সঙ্গে ছিলেন। জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন নগরীর সিলমুন, মরকুন, গোপালপুর, সাতাইশ, শিমুলতলী, কাউলতিয়া এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান নগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি গাজীপুর আদালত এলাকা, জয়দেবপুর বাজার, কাশিমপুর, কাউলতিয়া এলাকায় গণসংযোগ করেন। ফ্যাক্টর শ্রমিক ভোটার : আর মাত্র দুই দিন পর দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। শেষ মুহূর্তের জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শ্রমিক অধ্যুষিত এলাকা গাজীপুরে শ্রমিক ভোটারই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। নগরজুড়ে বিভিন্ন কল-কারখানায় কাজ করেন প্রায় ৩ লাখ ভোটার। এসব শ্রমিক ভোট পেতে মেয়র প্রার্থীরা বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ৪৭ নম্বর ওয়ার্ডের তরুণ ভোটার সিলা আক্তার বলেন, আমি নতুন ভোটার। কাকে ভোট দেব দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
শিরোনাম
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি