বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

উৎপাদনমুখী হবে শহর

ইকবাল হোসেন তাপস

উৎপাদনমুখী হবে শহর

বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, আমি বরিশালকে সিঙ্গাপুর বানাতে চাই না। বরিশালকে একটি পরিচ্ছন্ন ও উৎপাদনমুখী শহর বানাতে চাই। আমি বড় বড় কথার ফুলঝুরি দেব না। আমি উৎপাদনমুখী বরিশাল সিটি করপোরেশন গড়তে চাই। জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিয়ে শুধু ট্যাক্সের টাকায় সিটি করপোরেশন চালাতে চাই না। জনগণের ওপর থেকে করের বোঝা কমাতে চাই। সিটি করপোরেশনে আয়ের ব্যবস্থা করতে চাই। বরিশাল নগরীর উন্নয়ন পরিকল্পনাসহ সার্বিক বিষয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জাপা প্রার্থী বলেন, এখানে কীভাবে কলকারখানা গড়ে উঠবে কর্মসংস্থান সৃষ্টি হবে সে বিষয়ে কাজ করতে চাই। বদ্ধ খালগুলো সংস্কারে নগরবাসীকে নিয়ে আলোচনা করব। তাদের মতামতের ভিত্তিতে নগরীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগী হব। নগরীর বর্ধিত এলাকাকে পরিকল্পিত হাউজিংয়ের আওতায় আনার কথা বলেন তাপস। তিনি বলেন, নগরীর ইন্ডাস্ট্রিয়াল এবং পর্যটন এলাকা চিহ্নিত করে ওইসব এলাকায় প্রয়োজনীয় উন্নয়ন করা হবে। বর্ধিত এলাকার চর জাগুয়া ঘিরে পর্যটন সিটি করার পরিকল্পনা রয়েছে তার। নারীদের সার্বিক উন্নয়নে কী পদক্ষেপ হবে জানতে চাইলে ইকবাল হোসেন তাপস বলেন, নারীদের জন্য সর্বপ্রথম একটা বিশেষায়িত হাসপাতাল দরকার। যেখানে শিশুরাও চিকিৎসা পাবে। সেই হাসপাতালের সব ডাক্তার-নার্সসহ সব কর্মচারী হবে নারী। নারীদের কর্মসংস্থানে বিশেষভাবে মনোযোগী হবেন। শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের জন্য নগরীর বর্ধিত এলাকায় বিশেষায়িত বিনোদন কেন্দ্র নির্মাণের কথা বলেন তিনি। নগরীর সব খেলার মাঠসহ অন্য পার্কগুলো হালনাগাদ ব্যবহার উপযোগী করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করতে তরুণদের জন্য বরিশালকে আইটি সিটি বানাতে চান তাপস। তিনি বলেন, অবকাঠামো তৈরি করে দেব, টেকনোলজি দেব। প্রোগ্রামিং শেখাব। তারা ওখানে আউটসোর্সিংয়ের কাজ করবে। তাহলেই ভারতের বেঙ্গালুরুর মতো বরিশালও আইটি সিটি হতে পারে। সিটি করপোরেশনে ঘুষ-দুর্নীতি রোধে পরিকল্পনার বিষয়ে তাপস বলেন, নির্বাচিত হতে পারলে প্রথমেই সিটি করপোরেশনে সুশাসন প্রতিষ্ঠা করব। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে জবাবদিহিতার আওতায় আনব। মাছবাজার, লঞ্চঘাট, বাস টার্মিনাল যেগুলো দখল হয়ে গেছে সেগুলো দখলমুক্ত করব। কোনো দখলদারিত্ব থাকবে না। আগে সাদেক সাহেবের আমলে ছিল ‘টুটুল মামা’ এখন আরেক প্রার্থী মনোনয়ন পাওয়ার পর হইছে ‘হাবিব মামা’। বরিশালকে মামামুক্ত করব। সিটি করপোরেশনে টেন্ডারবাজি থাকবে না। দায়িত্ব নিয়ে আল্লাহকে হাজির-নাজির করে বলতেছি সিটি করপোরেশনে ‘টেন পার্সেন্ট, টুয়েন্টি পার্সেন্ট’ সব বন্ধ করে দিব। বর্তমান মেয়াদে চাকরিচ্যুত এবং ওএসডি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে জাপা প্রার্থী বলেন, তাদের সঙ্গে কথা বলব। আইনগত বিষয়টা দেখে যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করব। জনগণকে দল বেঁধে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে ইকবাল হোসেন তাপস বলেন, আপনারা লাঙ্গলে ভোট দিন। বরিশালের পরিবর্তন আনুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর