বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

জাতীয় কবির জন্মদিন আজ

মোস্তফা মতিহার

জাতীয় কবির জন্মদিন আজ

‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী/আর হাতে রণতূর্য, ‘বিদ্রোহী’ কবিতায় এভাবেই প্রতিবাদে ঝলসে উঠেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। আবার ‘মোর প্রিয়া হবে এসো রানী/দেবো খোঁপায় তারার ফুল’ গানে গানে প্রিয়ার প্রতি হৃদয়ের গহিনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। নিজের অগণিত গানে ও কবিতায় একদিকে যেমন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের আগুন জ্বালিয়েছেন, তেমনি প্রেয়সীর প্রতিও তুলে ধরেছেন ভালোবাসার সম্পূর্ণ নিবেদন। আজ এই দ্রোহ, প্রেম ও মানবতার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন। বাংলা ১৩০৬ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কাজী নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অনন্য রূপকার। ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং একই সঙ্গে একজন সৈনিক। দারিদ্র্যের কারণে মাত্র ১০ বছর বয়সেই পরিবারের ভার বহন করতে হয়েছে তাঁকে। কিছুদিন সেনাবাহিনীতে কাজ করার পর পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। তাঁর লেখায় ছড়িয়ে দিয়েছেন অসাম্প্রদায়িকতার বাণী। কবি আজীবন ছিলেন আপসহীন। দৃঢ়কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করেছেন। তাঁর ‘বিদ্রোহী’ কবিতা তৎকালীন ব্রিটিশ সরকার উৎখাতের আন্দোলনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে মুখে মুখে। যে কারণে তাঁকে গ্রেফতার করা হয়। ১৯২২ সালে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ প্রকাশিত হয়। এর মাধ্যমে বাংলা কাব্যজগতে নতুন দিনের সূচনা হয়। সংগীত রচনায় নজরুল অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি প্রায় ৪ হাজার গান রচনা ও সুর করেছেন। ১৯৭২ সালের ২৪ মে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবার বাংলাদেশে নিয়ে আসা হয়। তাঁকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি. লিট উপাধি দেয়। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হয় কবিকে। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবির জন্মদিন উদযাপন করবে। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পুষ্পস্তবক অর্পণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এদিকে নজরুলজয়ন্তী উপলক্ষে ছায়ানটে আজ শুরু হচ্ছে দুই দিনের নজরুল-উৎসব। প্রথম দিন বৃহস্পতিবারের আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭টায়; দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়। দুই দিনব্যাপী এ উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মিলিত গান, নৃত্য, পাঠ-আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। এ ছাড়া শিল্পকলা একাডেমি এবং নজরুল একাডেমিতেও থাকছে নজরুলজয়ন্তীর নানা অনুষ্ঠান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর