বাগেরহাটে চোর আখ্যা দিয়ে ফকির রনি (৪৫) নামে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে সিগারেটের ছ্যাঁকাসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে পাটরপাড়া বারুইডাঙ্গা গ্রামের একটি ক্লাবে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তোভোগী পোলট্রি ফিড ব্যবসায়ী ফকির রনির বাগেরহাটের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি গতকাল প্রকাশ পেয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনের শিকার ফকির রনি বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের শামছু ফকিরের ছেলে। ফকির রনি জানান, ২৩ মে তিনি তার পিকআপ চালিয়ে সদরের ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাঙ্গায় শ্বশুরবাড়ি যান। রাত ২টার দিকে তিনি রাস্তার পাশে পিকআপ রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত ৩টার সময় অপরিচিত একটি নম্বর থেকে ফোন দিয়ে তাকে জানানো হয়, তার পিকআপের (মিনি ট্রাক) দরজা খোলা। এ খবর পেয়ে রনি দ্রুত রাস্তায় যান। সেখানে গিয়ে দেখেন, তার গাড়ির দরজা খোলা এবং সামনের লাইট ভাঙচুর করা, ড্যাসবক্স ভাঙা এবং সেখানে দাঁড়িয়ে আছেন মো. আজিজুল। আজিজুল তখন রনিকে বলেন, ‘তুই আমাদের দেখে দৌড় দিলি কেন? গাড়িতে গরু এনেছিস তা কোথায় গেল?’ রনি তখন জানান, গাড়িতে কোনো গরু আনা হয়নি এবং তিনি গাড়ি রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। দৌড় দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। একথা বলার সঙ্গে সঙ্গে আজিজুল ও তার সঙ্গে থাকা লোকজন তাকে মারধর শুরু করেন। থানায় নিয়ে যাওয়ার কথা বলে টানাহেঁচড়া করে গাড়িতে ওঠান এবং পশ্চিমডাঙ্গা ক্লাবে নিয়ে শারীরিক নির্যাতন করেন। রনি জানান, এ সময় তাকে হাতুরি দিয়ে পেটানো হয়েছে, গায়ে জলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে তাকে ছাড়িয়ে আনেন। এ সময় নির্যাতনের কথা কাউকে বললে আবারও ধরে এনে নির্যাতনের হুমকি দেওয়া হয়। ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল এ বিষয়ে বলেন, চোর সন্দেহে ফকির রনিকে ধরা হয়। তাকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়নি, দুটো চর-থাপ্পড় মারা হয়েছে। পরে ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে ফকির রনি চোর নয় বলে তাকে ছাড়িয়ে নেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শিরোনাম
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স