বাগেরহাটে চোর আখ্যা দিয়ে ফকির রনি (৪৫) নামে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে সিগারেটের ছ্যাঁকাসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে পাটরপাড়া বারুইডাঙ্গা গ্রামের একটি ক্লাবে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তোভোগী পোলট্রি ফিড ব্যবসায়ী ফকির রনির বাগেরহাটের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি গতকাল প্রকাশ পেয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনের শিকার ফকির রনি বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের শামছু ফকিরের ছেলে। ফকির রনি জানান, ২৩ মে তিনি তার পিকআপ চালিয়ে সদরের ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাঙ্গায় শ্বশুরবাড়ি যান। রাত ২টার দিকে তিনি রাস্তার পাশে পিকআপ রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত ৩টার সময় অপরিচিত একটি নম্বর থেকে ফোন দিয়ে তাকে জানানো হয়, তার পিকআপের (মিনি ট্রাক) দরজা খোলা। এ খবর পেয়ে রনি দ্রুত রাস্তায় যান। সেখানে গিয়ে দেখেন, তার গাড়ির দরজা খোলা এবং সামনের লাইট ভাঙচুর করা, ড্যাসবক্স ভাঙা এবং সেখানে দাঁড়িয়ে আছেন মো. আজিজুল। আজিজুল তখন রনিকে বলেন, ‘তুই আমাদের দেখে দৌড় দিলি কেন? গাড়িতে গরু এনেছিস তা কোথায় গেল?’ রনি তখন জানান, গাড়িতে কোনো গরু আনা হয়নি এবং তিনি গাড়ি রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। দৌড় দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। একথা বলার সঙ্গে সঙ্গে আজিজুল ও তার সঙ্গে থাকা লোকজন তাকে মারধর শুরু করেন। থানায় নিয়ে যাওয়ার কথা বলে টানাহেঁচড়া করে গাড়িতে ওঠান এবং পশ্চিমডাঙ্গা ক্লাবে নিয়ে শারীরিক নির্যাতন করেন। রনি জানান, এ সময় তাকে হাতুরি দিয়ে পেটানো হয়েছে, গায়ে জলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে তাকে ছাড়িয়ে আনেন। এ সময় নির্যাতনের কথা কাউকে বললে আবারও ধরে এনে নির্যাতনের হুমকি দেওয়া হয়। ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল এ বিষয়ে বলেন, চোর সন্দেহে ফকির রনিকে ধরা হয়। তাকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়নি, দুটো চর-থাপ্পড় মারা হয়েছে। পরে ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে ফকির রনি চোর নয় বলে তাকে ছাড়িয়ে নেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শিরোনাম
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
ব্যবসায়ীর গায়ে সিগারেটের ছ্যাঁকা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর