বাগেরহাটে চোর আখ্যা দিয়ে ফকির রনি (৪৫) নামে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে সিগারেটের ছ্যাঁকাসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে পাটরপাড়া বারুইডাঙ্গা গ্রামের একটি ক্লাবে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তোভোগী পোলট্রি ফিড ব্যবসায়ী ফকির রনির বাগেরহাটের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি গতকাল প্রকাশ পেয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনের শিকার ফকির রনি বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের শামছু ফকিরের ছেলে। ফকির রনি জানান, ২৩ মে তিনি তার পিকআপ চালিয়ে সদরের ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাঙ্গায় শ্বশুরবাড়ি যান। রাত ২টার দিকে তিনি রাস্তার পাশে পিকআপ রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত ৩টার সময় অপরিচিত একটি নম্বর থেকে ফোন দিয়ে তাকে জানানো হয়, তার পিকআপের (মিনি ট্রাক) দরজা খোলা। এ খবর পেয়ে রনি দ্রুত রাস্তায় যান। সেখানে গিয়ে দেখেন, তার গাড়ির দরজা খোলা এবং সামনের লাইট ভাঙচুর করা, ড্যাসবক্স ভাঙা এবং সেখানে দাঁড়িয়ে আছেন মো. আজিজুল। আজিজুল তখন রনিকে বলেন, ‘তুই আমাদের দেখে দৌড় দিলি কেন? গাড়িতে গরু এনেছিস তা কোথায় গেল?’ রনি তখন জানান, গাড়িতে কোনো গরু আনা হয়নি এবং তিনি গাড়ি রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। দৌড় দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। একথা বলার সঙ্গে সঙ্গে আজিজুল ও তার সঙ্গে থাকা লোকজন তাকে মারধর শুরু করেন। থানায় নিয়ে যাওয়ার কথা বলে টানাহেঁচড়া করে গাড়িতে ওঠান এবং পশ্চিমডাঙ্গা ক্লাবে নিয়ে শারীরিক নির্যাতন করেন। রনি জানান, এ সময় তাকে হাতুরি দিয়ে পেটানো হয়েছে, গায়ে জলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে তাকে ছাড়িয়ে আনেন। এ সময় নির্যাতনের কথা কাউকে বললে আবারও ধরে এনে নির্যাতনের হুমকি দেওয়া হয়। ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল এ বিষয়ে বলেন, চোর সন্দেহে ফকির রনিকে ধরা হয়। তাকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়নি, দুটো চর-থাপ্পড় মারা হয়েছে। পরে ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে ফকির রনি চোর নয় বলে তাকে ছাড়িয়ে নেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ব্যবসায়ীর গায়ে সিগারেটের ছ্যাঁকা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর