বাগেরহাটে চোর আখ্যা দিয়ে ফকির রনি (৪৫) নামে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে সিগারেটের ছ্যাঁকাসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে পাটরপাড়া বারুইডাঙ্গা গ্রামের একটি ক্লাবে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তোভোগী পোলট্রি ফিড ব্যবসায়ী ফকির রনির বাগেরহাটের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি গতকাল প্রকাশ পেয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনের শিকার ফকির রনি বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের শামছু ফকিরের ছেলে। ফকির রনি জানান, ২৩ মে তিনি তার পিকআপ চালিয়ে সদরের ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাঙ্গায় শ্বশুরবাড়ি যান। রাত ২টার দিকে তিনি রাস্তার পাশে পিকআপ রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত ৩টার সময় অপরিচিত একটি নম্বর থেকে ফোন দিয়ে তাকে জানানো হয়, তার পিকআপের (মিনি ট্রাক) দরজা খোলা। এ খবর পেয়ে রনি দ্রুত রাস্তায় যান। সেখানে গিয়ে দেখেন, তার গাড়ির দরজা খোলা এবং সামনের লাইট ভাঙচুর করা, ড্যাসবক্স ভাঙা এবং সেখানে দাঁড়িয়ে আছেন মো. আজিজুল। আজিজুল তখন রনিকে বলেন, ‘তুই আমাদের দেখে দৌড় দিলি কেন? গাড়িতে গরু এনেছিস তা কোথায় গেল?’ রনি তখন জানান, গাড়িতে কোনো গরু আনা হয়নি এবং তিনি গাড়ি রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। দৌড় দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। একথা বলার সঙ্গে সঙ্গে আজিজুল ও তার সঙ্গে থাকা লোকজন তাকে মারধর শুরু করেন। থানায় নিয়ে যাওয়ার কথা বলে টানাহেঁচড়া করে গাড়িতে ওঠান এবং পশ্চিমডাঙ্গা ক্লাবে নিয়ে শারীরিক নির্যাতন করেন। রনি জানান, এ সময় তাকে হাতুরি দিয়ে পেটানো হয়েছে, গায়ে জলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে তাকে ছাড়িয়ে আনেন। এ সময় নির্যাতনের কথা কাউকে বললে আবারও ধরে এনে নির্যাতনের হুমকি দেওয়া হয়। ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল এ বিষয়ে বলেন, চোর সন্দেহে ফকির রনিকে ধরা হয়। তাকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়নি, দুটো চর-থাপ্পড় মারা হয়েছে। পরে ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে ফকির রনি চোর নয় বলে তাকে ছাড়িয়ে নেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা