বাগেরহাটে চোর আখ্যা দিয়ে ফকির রনি (৪৫) নামে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে সিগারেটের ছ্যাঁকাসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে পাটরপাড়া বারুইডাঙ্গা গ্রামের একটি ক্লাবে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তোভোগী পোলট্রি ফিড ব্যবসায়ী ফকির রনির বাগেরহাটের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি গতকাল প্রকাশ পেয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনের শিকার ফকির রনি বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের শামছু ফকিরের ছেলে। ফকির রনি জানান, ২৩ মে তিনি তার পিকআপ চালিয়ে সদরের ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাঙ্গায় শ্বশুরবাড়ি যান। রাত ২টার দিকে তিনি রাস্তার পাশে পিকআপ রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত ৩টার সময় অপরিচিত একটি নম্বর থেকে ফোন দিয়ে তাকে জানানো হয়, তার পিকআপের (মিনি ট্রাক) দরজা খোলা। এ খবর পেয়ে রনি দ্রুত রাস্তায় যান। সেখানে গিয়ে দেখেন, তার গাড়ির দরজা খোলা এবং সামনের লাইট ভাঙচুর করা, ড্যাসবক্স ভাঙা এবং সেখানে দাঁড়িয়ে আছেন মো. আজিজুল। আজিজুল তখন রনিকে বলেন, ‘তুই আমাদের দেখে দৌড় দিলি কেন? গাড়িতে গরু এনেছিস তা কোথায় গেল?’ রনি তখন জানান, গাড়িতে কোনো গরু আনা হয়নি এবং তিনি গাড়ি রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। দৌড় দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। একথা বলার সঙ্গে সঙ্গে আজিজুল ও তার সঙ্গে থাকা লোকজন তাকে মারধর শুরু করেন। থানায় নিয়ে যাওয়ার কথা বলে টানাহেঁচড়া করে গাড়িতে ওঠান এবং পশ্চিমডাঙ্গা ক্লাবে নিয়ে শারীরিক নির্যাতন করেন। রনি জানান, এ সময় তাকে হাতুরি দিয়ে পেটানো হয়েছে, গায়ে জলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে তাকে ছাড়িয়ে আনেন। এ সময় নির্যাতনের কথা কাউকে বললে আবারও ধরে এনে নির্যাতনের হুমকি দেওয়া হয়। ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল এ বিষয়ে বলেন, চোর সন্দেহে ফকির রনিকে ধরা হয়। তাকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়নি, দুটো চর-থাপ্পড় মারা হয়েছে। পরে ইউপি সদস্য মো. মোজাম ঘটনাস্থলে এসে ফকির রনি চোর নয় বলে তাকে ছাড়িয়ে নেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
ব্যবসায়ীর গায়ে সিগারেটের ছ্যাঁকা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর