শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

ছিনতাইয়ে বাধা দেওয়ায় পোশাক শ্রমিক খুন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে পলাশ চন্দ্র মিস্ত্রি নামে (৩৫) এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। সাভারে ছিনতাইকারীদের হটস্পট সিএনবি এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়ার জালালাবাদ এলাকার আজিজের বাড়িতে ভাড়া থেকে খেজুরবাগানের এপিক গ্রুপ নামে পোশাক কারখানায় চাকরি করতেন পলাশ চন্দ্র মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সাভারের কলমা এলাকায় নিজ গার্মেন্ট ছুটির পর পলাশ চন্দ্র মিস্ত্রি নামে ওই শ্রমিক আশুলিয়ার কুরগাঁও নিজ ভাড়া বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। সিঅ্যান্ডবি এলাকায় গাড়ি থেকে নামার পর মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা পুলিশের সহায়তায় সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

সর্বশেষ খবর