রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে ২৭ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। গতকাল সকালে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

তিনি মাছটি বিক্রির জন্য ফেরিঘাটের কয়েকজন মাছ ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। পরে ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৩৭৫ টাকায় মাছটি বিক্রি করেন। দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মায় ধরা পড়া অনেক মাছ জেলেরা সরাসরি আমাদের কাছে বিক্রি করেন। গতকাল সকালে পদ্মার বড় একটি কাতলা মাছ ৪৫ হাজার ৩৭৫ টাকা দিয়ে কিনেছি। পরে দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ করে মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান বলেন, পদ্মায় এখন পানি বৃদ্ধি পাচ্ছে। এখন থেকে বেশ কিছুদিন পদ্মায় এরকম বড় মাছ পাওয়া যাবে।

সর্বশেষ খবর