সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

দুপুরে সন্তান হত্যার বিচার চেয়ে রাতেই মারা গেলেন মা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য দুরন্ত বিপ্লবের রহস্যজনক মৃত্যুর পর এবার না ফেরার দেশে চলে গেলেন তাঁর মা রোকেয়া আক্তার (৭০)। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে শাহবাগের বারডেম হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে, ওইদিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ছেলের মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে সুষ্ঠু বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছিলেন রোকেয়া আক্তার। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেয়ে শাশ্বতী বিপ্লব। শাশ্বতী বলেন, দুরন্তকে হারিয়ে মা মানসিকভাবে ভেঙে পড়েন। শনিবার আমরা ‘জাস্টিস ফর দুরন্ত বিপ্লব’ নামে একটি সংকলন প্রকাশ ও তার হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে সংবাদ সম্মেলন করি। সংবাদ সম্মেলনের পর মা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মোহাম্মদপুরের জাপান গার্ডেন মসজিদে জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে রোকেয়ার লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন শাশ্বতী। মৃত্যুর আগে ওইদিন সংবাদ সম্মেলনে রোকেয়া আক্তার বলেছিলেন, দুরন্তকে তার কাছের লোকজন, যাদের কোনো না কোনো স্বার্থে আঘাত লেগেছে তারাই হত্যা করেছে। গত নভেম্বরে মর্নিং সান-৫ নামের একটি লঞ্চের ধাক্কায় দুরন্ত বিপ্লব নিহত হন। তবে দুরন্ত খুন হয়েছেন বলে দাবি করছেন তার পরিবার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, নৌপুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একাধিক সূত্র দুরন্তের নৌকাডুবিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তবে তাকে হত্যা করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ। ফরহাদ বলেন, বিপ্লবকে মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা তার মাথার পেছনে আঘাত করার আলামত পেয়েছি।

সর্বশেষ খবর