শিরোনাম
মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা
চার সিটিতে ভোট চ্যালেঞ্জ

পোস্টারে ছেয়েছে খুলনা গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পোস্টারে ছেয়েছে খুলনা গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

খুলনা সিটি নির্বাচন ঘিরে নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি ছেয়ে গেছে পোস্টারে। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তারা উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন।

জানা যায়, নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

খুলনায় আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক গতকাল সকালে ৩১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন। তিনি ক্ষেত্রখালি, মতিয়াখালি, শিপইয়ার্ড, লবণচরা এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। বিকালে তিনি ২৪ নম্বর ওয়ার্ডে ময়লাপোতা কেসিসি সান্ধ্য বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ও আইডিইবিতে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন। তালুকদার খালেক বলেন, নির্বাচিত হলে তরুণ ও আগামী প্রজন্মের জন্য স্মার্ট খুলনা গড়ে তুলব। পরিকল্পিত পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব খুলনা গড়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার সার্বিক উন্নয়নে যথেষ্ট আন্তরিক। তিনি খুলনার জন্য সর্বোচ্চ বাজেট দিয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু নগরীর স্টেশন রোড, কদমতলা মোড়, নিক্সন মার্কেট, রেলওয়ে মার্কেট, রেলস্টেশনসহ বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তিনি বলেন, এ নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না। ইসলামী আন্দোলন প্রার্থী আবদুল আউয়াল সোনাডাঙ্গা থানার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করব। নগরবাসীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। খুলনা সিটি নির্বাচনে ভোট গ্রহণ ১২ জুন।

সর্বশেষ খবর