রাজধানীতে জলাভূমির তীব্র সংকট। একটি আদর্শ শহরে জলাভূমি থাকা প্রয়োজন ১০-১২ শতাংশ। অথচ ঢাকায় আছে মাত্র ২.৯ শতাংশ। গত ১০০ বছরে রাজধানী থেকে ৯৬টি পুকুর হারিয়ে গেছে। এরই ধারাবাহিকতায় এবার দখলের মহড়ায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় ডিআইটি পুকুর। পুকুরটি দখল করে সেখানে দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। একই সঙ্গে এখনো চলছে ভরাট ও দখলের মহাউৎসব। সরেজমিন গিয়ে দেখা যায়, গেন্ডারিয়া পুকুরের চারপাশ মার্কেট ও কংক্রিটের দোকানে ঘেরা। এমনভাবে দোকান তৈরি করা হয়েছে, রাস্তা থেকে বোঝার উপায় নেই যে, পেছনে পুকুর আছে। চারপাশ দখল করে সেখানে হোটেল, রেস্তোরাঁ, স্বর্ণের দোকান, ফুচকা-চটপটির দোকানসহ নানা ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছে। পূর্ব পাশে রয়েছে রিকশার কয়েকটি গ্যারেজ। একই সঙ্গে খাবারের হোটেল, বিভিন্ন স্টোরসহ রয়েছে বেশ কিছু দোকান। পশ্চিম পাশে ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় বানানো হয়েছে। নতুন করে দক্ষিণ পাশে মাটি ভরাট করে নির্মাণ করা হয়েছে ইটের দেয়াল। সেখানেও দোকান নির্মাণ করা হবে বলে জানা গেছে। এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ২০০১ সালে পুকুরপাড়ে কোনো দোকান ছিল না। পুরো পুকুর পানিতে টইটুম্বুর ছিল। পরে ২০১৭ সালের দিকে ভরাট প্রক্রিয়া শুরু হয়। সর্বশেষ ২০২৩ সালে এসে, অর্থাৎ গত ছয় বছরে পুকুরের প্রায় অর্ধেক জায়গা ভরাট হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গেন্ডারিয়া ডিআইটি পুকুরটি একসময় স্থানীয় মানুষের গোসল, থালাবাসন ধোয়া, গরু-বাছুর ধোয়ানোর কাজে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে পুকুরটি যে আছে তা বোঝার কোনো উপায় নেই। পুকুরের পাড় দখল করে দোকান তৈরি করা হলেও এখনো পুকুরের বড় অংশই দৃশ্যমান। ধীরে ধীরে ভিতরের অংশ দখলে নেওয়ার পরিকল্পনা থেকেই চারপাশে মার্কেটের প্রাচীর দেওয়া হয়েছে। এ ছাড়া পুকুর দখল নিশ্চিত করতে একাংশে দোতলা ভবনে কার্যালয় স্থাপন করেছেন স্থানীয় কাউন্সিলর। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ‘এই পুকুরের সঙ্গে অনেক স্মৃতি জড়িত। ছোটবেলায় বন্ধুবান্ধবের সঙ্গে কত সাঁতার কেটেছি! কিন্তু ওয়ার্ড কাউন্সিলরের কবলে পড়ে পুকুরটি আজ হারিয়ে যাচ্ছে। দিনের পর দিন পুকুরের চারপাশ ছোট হয়ে আসছে।’ এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহানা আক্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রাজউক জায়গাটি অধিগ্রহণ করেছে সত্য, পরবর্তী সময়ে এটি আবার ব্যক্তিমালিকানায় চলে আসে। জাকির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি পুকুরটির প্রকৃত মালিক। কাউন্সিলর কার্যালয়টি তার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে।’ জাকির হোসেন বলেন, ‘পুকুরটির মালিক আমি। এটি নিয়ে রাজউকের সঙ্গে দীর্ঘদিন মামলা চলছিল। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন।’ পুকুর ভরাট প্রসঙ্গে তিনি বলেন, ‘পুকুরটি ভরাট না করে যেভাবে আছে সেভাবেই থাকবে।’ তবে পরিবেশবাদী সংগঠনের দাবি, পুরান ঢাকার গেন্ডারিয়ায় শত বছরের পুরনো ঐতিহ্যবাহী ডিআইটি প্লট পুকুরটি কতিপয় দুর্বৃত্ত ও দখলদার ভরাট করে দখলের পাঁয়তারা করছে, যা পুরান ঢাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক, উদ্বেগের ও ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গেন্ডারিয়ার জমি ডিআইটি অধিগ্রহণ করেছিল। তবে যে কাজের জন্য অধিগ্রহণ করা হয়েছিল সে কাজে ব্যবহার না করায় উচ্চ আদালতের নির্দেশে জমির প্রকৃত মালিক মামলা করায় সেটি ফেরত দেওয়া হয়। তবে আদালতের রায় যা-ই হোক কোনোভাবেই পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না। এ বিষয়ে বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোটের আহ্বায়ক ও পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান বলেন, ১৯৯২ সালে তৎকালীন ডিআইটি গেন্ডারিয়া এলাকার ১৩ দশমিক ৫৭ একর জমি অধিগ্রহণ করে। সেখানে দুই একর পরিমাণ জায়গায় একটি পুকুর ছিল। গত ১০ বছরে এই পুকুরটির ৩০ শতাংশ ভরাট করেছে। এখনো ভরাট করছে। জলাধার আইন অনুযায়ী পুকুর ব্যক্তিমালিকানাধীন হলেও ভরাট করা যাবে না। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘গেন্ডারিয়ায় পুকুর ভরাট ও দখলের বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। জেনে ব্যবস্থা নেওয়া হবে।’ জানা গেছে, গেন্ডারিয়া পুকুরটি খনন করা হয় ব্রিটিশ আমলে। তখন গেন্ডারিয়া থেকে যাত্রাবাড়ী, ধোলাইখাল, সায়েদাবাদ ও কুতুবখালী দিয়ে মানুষ নৌকায় যাতায়াত করত। কালের বিবর্তনে গেন্ডারিয়ার জলাধার বিলীন হয়ে যায়। ১৯৯২ সালে তৎকালীন ডিআইটি গেন্ডারিয়া এলাকার ১৩ দশমিক ৫৭ একর জমি অধিগ্রহণ করে। সেখানে দুই একর পরিমাণ একটি পুকুর ছিল।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা