বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

গণতন্ত্র মঞ্চের রোডমার্চ

হামলার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গণতন্ত্র মঞ্চের রোডমার্চ কর্মসূচিতে বগুড়ার মোকামতলায় হামলা, ভাঙচুর ও নেতা-কর্মীদের পিটিয়ে আহত করার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কর্মীদের দায়ী করেছে জোট সংগঠনটি। এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি করে হামলাকারীদের গ্রেফতার ও বিচার চেয়েছে গণতন্ত্র মঞ্চ। এদিকে গতকাল ১৪ দফা দাবিতে বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে পূর্বঘোষিত ঢাকা-রংপুর রোড মার্চের সমাবেশ করে তারা। সেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।

গত সোমবার ১৪ দফা দাবিতে ঢাকা-রংপুর রোড মার্চ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার মোকামতলায় জনসভা করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ করে সন্ধ্যায় গাড়িবহর নিয়ে বগুড়া শহরে ফিরছিলেন মঞ্চের নেতা-কর্মীরা। পথে  মোকামতলা বন্দর পার হলে গাড়িবহরে হামলা চালায় বেশ কিছু যুবক। তারা গাড়ির গ্লাস ভাঙচুর ও নেতা-কর্মীদের পিটিয়ে আহত করে। শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেএসডি বগুড়া জেলার সভাপতি মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গণসংহতি সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জুনায়েদ সাকি। আরও বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ। সমাবেশে জোনায়েদ সাকি বলেন, সরকারি দল নিজস্ব গুন্ডাবাহিনী দিয়ে সবখানে আমাদের সমাবেশে বাধা দিচ্ছে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে এই সরকার। এর প্রতিবাদ করা হয়েছে বলেই গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা আজ আওয়ামী লীগের হামলার শিকার হচ্ছে। এদিকে অভিযোগ করা হয়েছে, সোমবার রাত ১০টার দিকে শহরের একটি আবাসিক হোটেলে রাতযাপন করতে গেলে গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা আরও একবার হামলার শিকার হন। কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ঢাকা থেকে আসা গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীদের আবাসিক হোটেলটি থেকে বের করে দেয়।

সর্বশেষ খবর